চট্টগ্রাম বন্দর অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

69

চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব-১২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট গতকাল সকালে শহীদ শামসুজ্জামান স্টেডিয়াম মাঠে শুরু হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ও ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। স্পোর্টস কমপ্লেক্সের উপ-পরিচালক ডা. সারওয়ার আহমেদের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন, টার্মিনাল ম্যানেজার সরোয়ারুল ইসলাম, মেডিকেল সুপার ডা. মুকুন্দ কুমার ঘোষ, নিবার্হী প্রকোশলী সিভিল রাফিউল আলম, বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) এর সভাপতি আবুল মুনছুর আহমদ, সাধারণ সম্পাদক রফিউদ্দিন খান প্রমুক ও অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী দিনে অনুষ্ঠিতব্য ২টি খেলা অনুষ্ঠিত হয়।
১ম খেলায় আফতাব আহমেদ ক্রিকেট অ্যাকাডেমি ৬৮ রানে ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে হারায়। টস জিতে আফতাব আহমেদ ক্রিকেট অ্যাকাডেমি ব্যাট করার সিদ্বান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে। দলের মুনতাসির সর্বোচ্চ ৫৩ রান করে। ব্রাদার্সের পক্ষে আবির ২ উইকেট পান।
জবাবে ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমি ৭৪ রানে অলআউট হয়। দলের অহন সর্বোচ্চ ১৫ রান করে। আফতাব আহমেদ ক্রিকেট অ্যাকাডেমি শ্রাবন ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের উপ-পরিচালক ডা. সারওয়ার আহমেদ খেলা শেষে তাকে পুরস্কার প্রদান করেন।
২য় খেলায় এসএস ক্রিকেট অ্যাকাডেমি ৮ উইকেটে এ জে ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়েছে। টস জিতে এ জে ক্রিকেট অ্যাকাডেমি ব্যাট করার সিদ্বান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৩ রান তোলে। দলের নীলাচল সর্বোচ্চ ১৫ রান করে। জবাবে এসএস ক্রিকেট অ্যাকাডেমি ২ উইকেটে ৮৫ রান করে। উক্ত দলের আফিফ সর্বোচ্চ ২৫ রান করে এবং মাশরাফি ৩ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডিটিএম কুদরত-ই-খুদা মিল্লাত তাকে পুরস্কার প্রদান করেন।
আজকের খেলা- ব্রাইট ক্রিকেট একাডেমি – মিলিনিয়াম ক্রিকেট একাডেমি(৯টা), একুশে ক্রিকেট একাডেমি- রাইজিং স্টার ক্রিকেট একাডেমি (১টা)।