চট্টগ্রাম ওয়াসা সিবিএ অফিস ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

28

চট্টগ্রাম ওয়াসা সিবিএ অফিস ভাংচুরের প্রতিবাদে গতকাল সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে মহানগর জাতীয় শ্রমিকলীগ সহ-সভাপতি শ্রমিক নেতা ওমর মিঞা সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন অঞ্চল, বেসিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম, উজ্জ্বল বিশ্বাস, ওসমান গণি, নজরুল ইসলাম খোকন, মো. রিয়াজ, মো. জাহাঙ্গীর, মো. খোকন, মো. ইসমাইল, মো. মনির, সাহাবুদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, মো. সরওয়ার, মো. মনির, দিলিপ সরকার, আবদুল মালেক, সাহাব উদ্দিন ভূইয়া প্রমুখ।
বক্তারা বলেন, চট্টগ্রাম ওয়াসা চট্টগ্রামের একমাত্র জনহিতকর প্রতিষ্ঠান। এই ধরনের প্রতিষ্ঠানে ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাÐ এবং সিবিএ অফিস লুটপাট, ভাংচুর করা চট্টগ্রাম শ্রমিক সমাজ কোন অবস্থাতে মেনে নিতে পারে না। শ্রমিক প্রতিনিধিরা বলেন, চট্টগ্রাম ওয়াসায় দীর্ঘদিন ধরে সুষ্ঠু ট্রেড ইউনিয়নের কার্যক্রম কর্তৃপক্ষ করতে দিচ্ছেন না। ট্রেড ইউনিয়নের কার্যক্রম করতে গেলে নেতৃবৃন্দকে মারধর করে অপমান ও লাঞ্ছিত করা হয়। কর্তৃপক্ষ চিহ্নিত সন্ত্রাসীকে লালন-পালন করে, অন্যদিকে নির্বাচিত সিবিএ প্রতিনিধিকে প্রতিবন্ধী বানিয়ে রেখেছে। কর্তৃপক্ষের এই ধরণের কর্মকাÐ প্রতিহত করা হবে। সর্বস্তরের শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এ ধরণের কর্মকাÐ সফল হতে দেবে না। বিজ্ঞপ্তি