চট্টগ্রামের উন্নয়নে লক্ষ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে

55

চট্টগ্রামের উন্নয়ন অগ্রযাত্রায় শেখ হাসিনা লক্ষ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছেন। এই অগ্রযাত্রা চলমান রাখতে একাদশ জাতীয় সংদ নির্বাচনে সমৃদ্ধির প্রতীক নৌকার বিজয় ছাড়া আর কোন বিকল্প নেই। ২৪ ডিসেম্বর সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত চট্টগ্রাম উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও প্রতিবেদন সম্বলিত তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত চট্টগ্রামের উন্নয়নের সাথে সংশ্লিষ্ট ১০টি সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কথাগুলো বলেন। বিশেষ অতিথি চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, একটি মহা পরিকল্পনার আওতায় চট্টগ্রাম ওয়াসার কর্মকান্ড পরিচালিত হচ্ছে।
পানি শোধনাগারসহ উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় প্রকল্পগুলো বাস্তবায়নের পথে। চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেছেন, বিদ্যুৎ উৎপাদানের ক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চলগুলোর গুরুত্বপূর্ন অবদান রেখেছে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহে অব্যাহত প্রয়াস প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসার ধন্য। বিদ্যুৎ ঘাটটি অতীত বিষয়। ভবিষ্যৎ হলো একটি আলোকিত বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরের সদস্য প্রকৌশল কমডোর খন্দকার আখতার হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরের অপারেশন কার্যক্রম অতীতের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। কর্ণফুলী বহুমুখি টানেল প্রকলেপর পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ চৌধুরী বলেছেন কর্ণফুলি টানেল পরিবর্তনের উজ্জ্বল দৃষ্টান্ত। স্বাগত বক্তব্যে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌ শলী রফিকুল ইসলাম মানিক বলেন আজকের এ আয়োজন চট্টগ্রামের উন্নয়নের দালিলিক উপস্থাপনা। এর মধ্য দিয়ে আমরা নিজেদের সম্ভাবনা জাগিয়ে তুলছি। সভাপতির ভাষনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী রফিকুল আলম বলেন, চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আখাঙ্কা প্রতিফলিত হয়েছে।
চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে এক গুচ্ছ মহা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত চট্টগ্রাম উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে বক্তব্য রাখেন চসিক প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন চৌধুরী,বাংলাদেশ রেলওয়ে(পূর্ব) চট্টগ্রামের পক্ষে প্রকৌশলী বোরহান উদ্দিন(ডিআরএম), কেজিডিসিএল চট্টগ্রামের পক্ষে প্রকৌশলী অনুপম দত্ত, বিটিসিএল চট্টগ্রাম অঞ্চলের জিএম প্রবাল কুমার শীল প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, বাংলাদেশ রেলওয়ে, কর্ণফুলি গ্যাস ডিষ্ট্রিবিউশন লি.(কেজিডিসিএল), বিতরণ দক্ষিণ অঞ্চল (বিউবো), চট্টগ্রাম কর্নফূলী টানেল প্রকল্পের উন্নয় মূলক তথ্য চিত্র উপস্থাপন করেন বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সাইফুল হাসান চৌধুরী। বিজ্ঞপ্তি