গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরের উৎসব ২৪ জানুয়ারি শুরু

18

নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় শ্রীশ্রী মহাশ্মশান কালী মন্দিরের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব চারদিনব্যাপী মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হবে। গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে- ব্রাহ্মমুহূর্তে মায়ের আহŸান ও মাতৃবন্দনা, চন্ডীপাঠ ও শ্রীমদ্ভবদ্গীতা পাঠ, মাতৃপূজা, শিবপূজা, রাধা গোবিন্দের সেবা, বন্দনা ও ভোগরাগ, শ্যামা সঙ্গীত, ধর্মীয় সঙ্গীতাঞ্জলী, ধর্মসম্মেলন, মাধুরী নৃত্যকলা একাডেমির পরিচালনায় নৃত্যানুষ্ঠান ‘মৃন্ময়ী মা’, মহানামযজ্ঞের অধিবাস, ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, দিনে ও রাতে মহাপ্রসাদ আস্বাদন। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করবেন শ্রীমৎ স্বামী ল²ী নারায়ণ কৃপানন্দ পুরী মহারাজ। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ। প্রধান বক্তা থাকবেন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দীন। প্রধান বক্তা থাকবেন ধর্মতত্ত¡বিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। ধর্মীয় সঙ্গীত পরিবেশন করবেন টিভি ও বেতার শিল্পীবৃন্দ। উক্ত মহতী অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য পরিষদের সভাপতি মাইকেল দে ও সাধারণ সম্পাদক কাজল কান্তি দেব অনুরোধ জানিয়েছেন।