গানের মানুষ তসলিম

59

গান শুনে মানুষ কাঁদে। আবার গান শুনে মানুষ নাচে। তাই মন ভালো রাখতে গানের বিকল্প নেই। গিটার আর গানের মাঝে একসাথে যার বসবাস, তিনি এই প্রজনের কণ্ঠশিল্পী কাউছার আহমেদ তসলিম।
সফল এই শিল্পি এ পর্যন্ত একশর কাছাকাছি গান রচনা ও তাতে সুর দিয়েছেন। নিজের একটা স্টুডিও রয়েছে। এখানে কাজের ফাঁকে গান করে সময় পার করেন তিনি। তিনি প্রথম ডুয়েট গান করেছেন নিজের লেখা ও সুরে ‘হালকা ছোঁয়া’ গানের শিরোনামে মিউজিক ভিডিওতে। এতে কণ্ঠ দিয়েছেন তার সাথে এ প্রজমের কণ্ঠশিল্পী বর্ষা ইসমিতা। গানটি রিলিজ হয়েছে অজ ঠরংরড়হ-এর হালকা ছোঁয়া।
গানের কথা অসাধারণ ‘ছুঁয়ে দিলে মন আমাকে তুমি, ভালোবাসার অনুভব বুঝেছি আমি’। শিল্পী কাউছার আহমেদ ছোটকাল থেকে ছড়া, কবিতা, ছোট গল্প ও গান লিখতো। গান বাজনাকে ভালোবাসে বলেই গিটার শিখা। তার লেখা সুরে পলি শারমিনসহ অনেকে গান গেয়েছেন। তার ইচ্ছা গান শুনে মানুষ তাকে আজীবন মনে রাখবে। বিজ্ঞপ্তি