কোয়ার্টারেই শেষ রোনালদোদের স্বপ্ন

27

২০১০ সালের পর এবার প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দেখা যাবে না পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তার ক্লাব জুভেন্টাস এবার কোয়ার্টার ফাইনাল পর্ব থেকেই বিদায় নিয়েছে। ১০০ মিলিয়ন ইউরো ব্যয় করে ইতালিয়ান ক্লাবটি অনেক স্বপ্ন নিয়ে রোনালদোকে দলে নিয়েছিল। তাদের স্বপ্ন ছিল ইউরোপ সেরা হওয়ার। কিন্তু কোয়ার্টার ফাইনালেই শেষ হলো তাদের স্বপ্ন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে মঙ্গলবার রাতে মুখোমুখি হয় নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ম্যাচটি অনুষ্ঠিত হয় জুভেন্টাসের ঘরের মাঠে। কিন্তু নিজেদের মাঠে জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে রোনালদোর দল। ম্যাচটি আয়াক্স জিতে নেয় ২-১ গোলে। প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তাই দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে আয়াক্স। ১৯৯৭ সালের পর এবার প্রথমবারের মতো সেমিফাইনালে উঠল এই ডাচ ক্লাবটি।