কার্লোসের সেরার ধারে কাছেও নেই মেসি-রোনালদো

13

কে সেরা? ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি? গত একযুগ এই প্রশ্ন নানা তর্কের খোরাক দিয়েছে, একেকজন একেক উত্তর দিয়ে উসকে দিয়েছেন আগুন। সেই তর্কের ধারে কাছেও গেলেন না ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রবের্তো কার্লোস। রিয়াল মাদ্রিদের সাবেক লেফটব্যাকের চোখে মেসি-রোনালদো কিংবা হালের নেইমার, কেউই সেরা নন! গত ১২ ব্যালন ডি’অরের ১১টিই ভাগ করেছেন মেসি-রোনালদো। না জিতলেও কাছাকাছি আছেন নেইমার।
এরপরও কার্লোসের চোখে তাদের চেয়ে সেরা খেলোয়াড়টি হচ্ছেন ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো ফরোয়ার্ড ‘দ্য ফেনোমেনন’ রোনাল্ডো। ‘রোনাল্ডো সবসময়ই সেরা। রোনাল্ডোর মতো একজন অবিশ্বাস্য খেলোয়াড় আর কোনোদিনও আসবে না।’ গোল ডটকমকে সাক্ষাৎকারে বলেছেন কার্লোস। ‘নেইমার, ক্রিস্টিয়ানো কিংবা মেসি; কেউই নয়। রোনাল্ডো ছিল অনন্য। সে ছিল সেরা। আমাদের প্রজন্মের সময় গোল করা ছিল খুবই কঠিন কাজ। বেশিরভাগ খেলাই ছিল শরীরনির্ভর, আক্রমণকারী নিজেকে বাঁচানোর সুযোগ পেত কম। কিন্তু রোনাল্ডো সবকিছু করতে পারত।’