কাজেম আলী মাস্টারের মৃত্যুবার্ষিকী পালিত

80

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাজেম আলী স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা শেখ-ই-চাঁটগাম মরহুম কাজেম আলী মাস্টারের ৯৩ তম মৃত্যুবার্ষিকী গত ১২ ফেব্রূয়ারী-২০২০ রোজ বুধবার কাজেম আলী মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে কোরআন এবং দুপুর ২ ঘটিকায় মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট ইফতেখার আলম এবং সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি জনাব আলহাজ্ব সাহাব উদ্দীন আহমেদ, অধ্যক্ষ জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং শিক্ষক প্রভাষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক জনাব মোবারক আহমেদ। মরহুম কাজেম আলী মাস্টারের স্মৃতি চারণ করতে গিয়ে অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে বলেন, তিনি ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং সমাজ সংস্কারক। তিনি কাজেম আলী মাস্টারের কৃতিত্ব তুলে ধরে বলেন, তাঁর অদম্য আগ্রহ, অসীম সাহস, দৃঢ় মনোবল, দেশপ্রেমের গভীর ভালোবাসা না থাকলে এই প্রতিষ্ঠান গড়ে তুলতে পারতেন না। উক্ত অনুষ্ঠানে তিনি এই মহান ব্যক্তিত্বের রুহের মাগফেরাত কামনা করেন। প্রধান অতিথি জানাব এডভোকেট ইফতেখার আলম মাইকেল মধুসূদন দত্তের উক্তির মাধ্যমে তাঁর বক্তব্যে শুরু করেন। তিনি বলেন, “সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে” তারপর সভাপতি জনাব আলহাজ্ব সাহাব উদ্দীন আহমেদ মহোদয় তাঁর বক্তব্যে মরহুম কাজেম আলী মাস্টারের স্মরণে “গবেষনা কেন্দ্র” চালু করার প্রস্তাব দেন। পরিশেষে প্রতিষ্ঠানের প্রধান মাওলানা সৈয়দ মুঃ মুছা স্যারের দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি