করোনা ভাইরাস: পেছাতে পারে টোকিও অলিম্পিক

68

চীন থেকে শুরু হয়ে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশের ছড়িয়ে পড়া ভয়ঙ্কর করোনা ভাইরাসের কারণে এবার পেছানো হতে পারে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত টোকিও অলিম্পিক। চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আসছে অলিম্পিকের। তবে করোনা আতঙ্কে আসরটি ঠিক সময় গড়ানো নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জাপানের অলিম্পিক মন্ত্রী সেইকো হাশিমোতো।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সঙ্গে টোকিওর চুক্তি অনুযায়ী, ২০২০ সালের শেষ পর্যন্ত অলিম্পিক স্থগিত রাখা যাবে। আর সেকারণেই হাশিমোতো শঙ্কা প্রকাশ করেছেন, করোনার প্রভাবে শেষ পর্যন্ত আইওসি জুলাই মাসে টোকিও অলিম্পিক স্থগিত করতে বাধ্য হতে পারে।
তবে অলিম্পিক স্থগিত হলে বিশাল অঙ্কের আর্থিক বোঝা বইতে হবে।