করোনায় আক্রান্ত তুরস্কের কিংবদন্তি গোলরক্ষক রুস্টু

28

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তুরস্কের কিংবদন্তি গোলরক্ষক রুস্ত রেকবারকে। এমনটাই জানিয়েছেন তার স্ত্রী ইসিল।
শনিবার ইসিল ইন্সটাগ্রামে সমর্থকদের উদ্দেশ্য করে তার স্বামীর ডায়াগনোসিসের বিষয়টি পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেন, ‘সত্যকে সবচেয়ে স্বচ্ছ পন্থায় ভাগ করে নেওয়ার সময় আমি আপনাদের আরও ইতিবাচক সংবাদ দিতে চাই, কিন্তু কোভিড-১৯ পজিটিভ হওয়ায় আমার স্বামী রুস্তুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপে গোলপোস্ট পাহারা দিয়ে তুরস্ককে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছে দিয়েছিলেন রুস্টু। এরপর ২০০৩-০৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে বার্সেলোনার হয়ে ৭টি ম্যাচ খেলেছেন ৪৬ বছর বয়সী এ তারকা। অবশ্য ক্যাম্প ন্যুয়ে তিনি ২০০৬ সাল পযর্ন্ত মোট তিন বছর কাটিয়েছেন।
তবে পেশাদারি ক্যারিয়ারের তার অধিকাংশ সময় কেটেছে তার্কিশ সুপার লিগের দুই ক্লাব ফেনেরবাচ ও বেসিকতাসে। ৩৯ বছর বয়সে গ্লাভসজোড়া তুলে রাখেন তিনি। তার আগে ১২০টি আন্তর্জাতিক ম্যাচে তুরস্কের গোলপোস্ট সামলেছেন রুস্টু।