ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন ডুমিনি

52

বিশ্বকাপ শুরুর আগে জানিয়েছিলেন এই আসরে একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনি। তবে প্রথমে বলেছিলেন শুধু ওয়ানডে ক্রিকেট থেকেই অবসর নিবেন তিনি। কিন্তু গতকাল অস্ট্রেলিয়ার সঙ্গে নিজেদের শেষ ম্যাচ জেতার পর সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিলেণ এই অলরাউন্ডার।
২০০৪ সালে প্রোটিয়াদের জার্সি গায়ে ওয়ানডেতে অভিষেক হয় তার। দীর্ঘ ১৫ বছরে প্রোটিয়াদের জার্সি গায়ে খেলেছেন ৪৬টি টেস্ট, ১৯৯টি ওয়ানডে এবং ৮১টি টি-টোয়েন্টি ম্যাচ। টেস্টে প্রায় ৩৩ গড়ে মোট রান ২১০৩, ওয়ানডেতে প্রায় ৩৭ গড়ে ৫ হাজার ১১৭। আর টি-টোয়েন্টিতে প্রায় ৩৯ গড়ে ১৯৩৪ রান।
ব্যাট হাতে জাদু দেখানোর পাশাপাশি বল হাতেও ১৫ বছরের ক্যারিয়ারে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ডুমিনি। টেস্ট, ওয়ানডে এবং টি-টয়েন্টিতে যথাক্রমে ৪২,৬৯ এবং ২১টি উইকেট তুলে নিয়েছেন নামের পাশে।
আর এবার ১৫ বছর পর তুলে রাখলেন ব্যাট প্যাড।
প্রোটিয়াদের হয়ে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩ বলে ১৪ রান করে আউট হন ডুমিনি আর বল হাতে চার ওভারে ২২ রান দিয়ে পাননি কোনো উইকেট।