এনামুলের ‘শূন্যের’ রেকর্ড

18

ঢাকা প্লাটুনের ওপেনার এনামুল হক বিজয় শূন্য রানের ইনিংসের রেকর্ড গড়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) মিরপুরে বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন এই ওপেনার। এই নিয়ে বিপিএলর ইতিহাসে মোট ১১ বার শূন্য রানে আউট হলেন ডানহাতি এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বিপিএলে তার চেয়ে বেশি শূন্য রানে আউট আর কেউ হননি। বিপিএলে সবচেয়ে বেশি শূন্য রানের অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে এনামুল মুক্তি দিলেন ইমরুল কায়েসকে। ইমরুল শূন্য রানে আউট হয়েছেন ১০ বার। এবারের বিপিএলটা খুব ভালো যাচ্ছে না এনামুলের। ১৩ ইনিংসে রানের খাতা খুলতে পারেননি ৩টিতে। নিয়মিত টপ অর্ডারে ব্যাটিং করলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি মোটেও । ১৫.২৩ গড়ে রান করেছেন ১৯৮। বিপিএলে ৮০ ইনিংসে এনামুলের শূন্য রানের ইনিংস ১১টি, ইমরুলের ৭৮ ইনিংসে ১০টি। এরপর আছেন সাব্বির রহমান। ৭৭ ইনিংসে সাব্বিরের ‘ডাক’ ৯টি।