এড. হরিসাধন দেবব্রহ্মনের স্মরণসভা

48

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রথম সভাপতি, কৃষক নেতা, বিশিষ্ট সমাজহিতৈষী সদ্য প্রয়াত এডভোকেট হরিসাধন দেবব্রহ্মনের নাগরিক শোকসভা গতকাল ১৬ মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এডভোকেট সুভাষ লালার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচকবৃন্দ বলেন, হরিসাধন দেবব্রহ্মন ছিলেন একজন নিখাদ সৎ নিষ্ঠ উন্নত নৈতিকতাপূর্ণ রাজনৈতিক সংগঠক ও নেতা। দেশের রাজনৈতিক অঙ্গনে এমন বৈশিষ্টসম্পন্ন মানুষ খুব বেশি নেই। রাজনীতি এখন জনবিরোধী স্বার্থবাজ সমাজবিরোধীর কব্জায় করালগত। লুটেরা ধনিক, হুন্ডা-গুন্ডা- বদমাসের যন্ত্রণায় সমাজটা ক্রমাগত নষ্ট হচ্ছে। এসব অপশক্তিকে উচ্ছেদ করতে হরিসাধনের মত হাজারো লক্ষ নিষ্ঠ দেশপ্রেমিক প্রয়োজন। অন্যথায় বিদ্যমান রাজনৈতিক অচলায়তন ভাঙ্গা যাবে না। আলোচনায় অংশ নেন অধ্যক্ষ সুধীর বিকাশ দেব, কমরেড মৃনাল চৌধুরী, সদস্য সচিব অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, অশোক সাহা, মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, ন্যাপ নেতা গাজী আলমগীর, এড. হারাধন দে, এড. অপূর্ব দাশ, যুব নেতা উজ্জ্বল সিকদার, যুব নেতা সনৎ বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

চরপাড়া ইউনিট
সৈনিক লীগের
সম্মেলন

গত শুক্রবার পতেঙ্গা চরপাড়া এসএপি.এর সম্মুখে বঙ্গবন্ধু সৈনিক লীগ (কামরুল-ওয়াদুদ) চরপাড়া ইউনিট শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন চরপাড়া ইউনিট এর আহবায়ক মো. মুজিবুর রহমান বাবলু পরিচালনা করেন মো. ইলিয়াছ। সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি এ্যাড. মোহাম্মদ মাহাবুবুর রহমান। প্রধান বক্তা উপস্থিত ছিলেন বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য মো. মোস্তফা ফিরোজ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তৈয়ব উদ্দিন ভূঁইয়া রাজীব। বক্তব্য রাখেন মহানগর শাখার ধর্ম বিষয়ক সম্পাদক বদিউল আলম বাবুল, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ফারহান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছ, আকবর শাহ থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ আলী টিটু, ৯নং ওয়ার্ডের সভাপতি মো. আবু তাহের, আকবর শাহ থানার প্রচার সম্পাদক মো. জোনায়েত, ৪০নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক নূর উদ্দিন নাঈম, মো. নজরুল ইসলাম, মো. মেরাজ উদ্দিন, মো. দ্বীন ইসলাম, রানা হামিদ প্রমুখ নেতৃবৃন্দ। সম্মেলনে দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে মো. মুজিবুর রহমান বাবলুকে সভাপতি, মো. ইলিয়াছ মোল্লাকে সাধারণ সম্পাদক ও মো. দ্বীন ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট চরপাড়া ইউনিট এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি

সন্দীপনার
প্রতিষ্ঠাবার্ষিকী
১৯ মে

জাতীয় সাংস্কৃতিক সংগঠন সন্দীপনার ২৯ বছর পূর্তি উৎসব আগামী ১৯ মে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে। কর্মসূচিতে থাকবে- জাতীয় ও সংগঠন সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন, প্রকাশনা উৎসব, সংগীতানুষ্ঠান, আবৃত্তি পরিবেশনা, মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত থাকবেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, জাপানের অনারারি কনস্যুলার মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল ইসলাম, চবি সিনেট সদস্য অধ্যাপক মঞ্জুরুল আমিন চৌধুরী, চবি অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার নুরুল আরশাদ চৌধুরী, চবি সহকারী প্রক্টর অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, সমাজ সেবক এড. তপন কান্তি দাশ, বস্ত্র ও নকশা শিল্পী রওশন আরা চৌধুরী, শিল্পী এম.এ হাশেম প্রমুখ। সংশ্লিষ্ট সকলকে কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন- সন্দীপনার কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা যদু গোপাল বৈষ্ণব, প্রতিষ্ঠাতা পরিচালক/সম্পাদক ভাষ্কর ডি.কে. দাশ (মামুন)। বিজ্ঞপ্তি

কর্ণফুলীর বাঁকে
গীতিকাব্যের মোড়ক উন্মোচন ১৯ মার্চ

লোককলা চর্চা কেন্দ্রের জীবন সদস্য কবি জাহাঙ্গীর আলম চৌধুরী’র ‘বর্ণ বিভা’ প্রকাশন থেকে সদ্য প্রকাশিত গীতিকাব্যগ্রন্থ ‘কর্ণফুলীর বাঁকে’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান ১৯ মার্চ সন্দীপনার প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।
উক্ত প্রকাশনা অনুষ্ঠানে বরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক, শিল্পীগণ উপস্থিত থাকবেন। প্রকাশনা উৎসব সফল করতে লোককলা চর্চা কেন্দ্রের প্রধান নির্বাহী কবিয়াল আবদুল লতিফ, সমন্বয়কারী কবিয়াল সন্তোষ কুমার দে আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি