এটিএন বাংলায় চাটগাঁর ‘রিটিউন’ ব্যান্ডের গান

123

এটিএন বাংলার চাটগাঁইয়া গানের অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে ‘রিটিউন ব্যান্ড’-এর গান। সম্প্রতি চট্টগ্রামের কিছু তরুণের গড়ে তোলে ‘রিটিউন ব্যান্ড’। ব্যান্ড গঠনের পর আগামী বুধবার দলটি প্রথম কোন গান টেলিভিশনে সম্প্রচার করা হবে।
দলের বেইজ গিটারিস্ট রনি জানান, গত বিজয় দিবসে আমরা কয়েকজন সঙ্গীত প্রেমী বন্ধু একসাথে বসি। অনেকদিন আমরা মিউজিক থেকে দূরে। কেউ ১০ বছর, কেউ ৮ বছর আবার কেউ ৪ বছর। এসময় হঠাৎ আমাদের ইচ্ছে হলো রিটিউন নামে একটা ব্যান্ড দল গঠন করার।
আমাদের সংগ্রহে ৫টি মৌলিক গান রয়েছে। এগুলো দিয়েই শুরু। গানগুলো হল- প্রাণের শহর চট্টগ্রাম, হাতছানি, এলোমেলো, স্বপ্না, ইচ্ছেরও ডানা আছে। আমাদের ব্যান্ড সদস্য হলো কী-বোর্ডে মোরশেদ, লিট গিটারে সুজন, সেলিম, ড্রামসে কায়সার, বেইজ গিটারে আমি এবং ভোকালে সাব্বির।
দলের প্রথম গান এটিএন বাংলার ‘চাটগাঁইয়া গান’ আনুষ্ঠানে ‘প্রাণের শহর চট্টগ্রাম’ গানটি প্রচারিত হবে। গানটি লিখেছেন মোরশেদ, সুর করেছেন সুজন। গানের রচয়িতা মোরশেদ বলেন, আশা করি গানটি সবার ভলো লাগবে। আমাদের স্বপ্ন নিজেদের একটা অ্যালবাম করা এবং ভক্তরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই প্রত্যাশা রাখি।