ইসলামী ছাত্রসেনা চান্দগাঁও থানা শাখার উদ্যোগে রমজানের স্বাগত মিছিল

44

ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেছেন, বিশ্বের দেশে দেশে পবিত্র রমজান মাসকে সামনে নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের প্রতিযোগিতা মূলক ছাড় দেওয়া হয় আর আমাদের দেশে দ্রব্যমূল্যের দাম লাগামহীন বাড়তে থাকে। যৎ দরুন গরিব নি¤œ মধ্যবিত্ত লোকের আয়ের সাথে ব্যায়ের সামঞ্জস্য না হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হয়। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা রমজান মাসের পন্য গুদামজাতের মাধ্যমে পন্য সংকট সৃষ্টি করে মানুষকে কষ্ট দেয় যা কখনো কাম্য নয়। রমজান মাসে কিছু অসাধু কর্মকর্তা ব্যবসায়ীদের জিম্মী করত অহেতুক লোডশেডিং এর সৃষ্টি করে থাকে, ফলত মুসল্লিদের কষ্ট বেড়ে যায়। তাই রমজানের পবিত্রতা রক্ষায় অসামাজিক কার্যকলাপ বন্ধ করণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,যানজট নিরসন ও নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। তিনি গত ৫ মে রবিবার ইসলামী ছাত্রসেনা চান্দগাঁও থানা শাখা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ইসলামী ছাত্রসেনা চান্দগাঁও থানা শাখার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রসেনা চান্দগাঁও থানা শাখার সভাপতি আলহাজ এইচ এম মুজিবুল হক শুক্কুর। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট চান্দগাঁও থানার সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্র নেতা আহমদ রেজা, প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি ইউসুপ কবির, সহ-সভাপতি মুহাম্মদ শহাবুদ্দিন, শহিদুল ইসলাম, মোদাচ্ছের, এনাম, ফজলুল কবির, ইসলামী ছাত্রসেনা চান্দগাঁও থানার সহ-সভাপতি ইব্রাহিম, সাধারন সম্পাদক করিম উদ্দিন, কাউছার, জুয়েল প্রমুখ। বিজ্ঞপ্তি