ইমরুল-আল আমিন পাশ অপেক্ষায় রাজ্জাক-আশরাফুল

75

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০১৯-২০২০ কে সামনে রেখে প্রথম দফার ফিটনেস পরীক্ষায় পাশ করেননি আব্দুর রাজ্জাক, নাসির হোসেন, আল আমিন হোসেন ও মোহাম্মদ আশরাফুলের মতো ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মাররা। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে বিপ টেস্টে বিসিবি’র বেধে দেওয়া পাশ মার্ক ছিল ১১। মোহাম্মদ আশরাফুল সেখানে পেয়েছিলেন ৯.৭ ও আব্দুর রাজ্জাকের মার্ক ছিল ৯.৬। আর নাসির হোসেনের পুঁজি ছিল মাত্র ৯.২। বিসিবিতে গতকাল দ্বিতীয় দফায় তাদের ফিটনেস টেস্ট নেওয়া হয়। যেখানে ১১ পেয়ে পাশ করেছেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস ও জাতীয় দল থেকে বাদ পড়া পেসার আল আমিন হোসেন। কিন্তু অপেক্ষায় থাকতে হচ্ছে মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক ও নাসির হোসেনকে। বিপ টেস্টে আশরাফুল পেয়েছেন ১০.৩। আব্দুর রাজ্জাক ও নাসির হোসেনের নম্বরও আশরাফুলের কাছাকাছি। নির্বাচক হাবিবুল বাশার সুমন যে ইঙ্গিত দিলেন তাতে এই তিন জন উতরে যাবেন। এর পেছনে কারণ হলো, তারা সবাই ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার। আশরাফুল, নাসির, রাজ্জাকের সঙ্গে দ্বিতীয় দফায় ফিটনেস টেস্ট দিয়েছেন ইমরুল কায়েস, আল আমিন হোসেন, সোহাগ গাজীর মতো পারফর্মাররাও। এদের মধ্যে ইমরুল ও আল আমিন ১১ পেয়ে ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন। আশানুরূপ স্কোর করতে না পারায় আটকে আছেন কেবল সোহাগ গাজী। তবে আবারও তাদের ফিটনেস পরীক্ষা দেওয়ার সুযোগ আছে।