ইউটিউব মাতাচ্ছে ‘কালো জামাই’

486

হঠাৎ করে এই অভিনেতাকে দেখলে চিনতেই পারবেন না দর্শক। তার গায়ের রঙ বদলে কুঁচকুচে কালো হয়ে গেছে। কেউ কেউ কালুকে কাউয়া বলেও ডাকে। হঠাৎ জনপ্রিয় অভিনেতা আ.খ.ম হাসানের এই কী হাল? গ্রামের মানুষের তাকে ডাকে কালু বলে। কালুর বিয়েও হয়। আর বাসর ঘরে কুচকুচে কালো কালুকে দেখে তার স্ত্রী অরিন অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে কালুর ভাইরা ভাই নিথর মাহবুব সুন্দর হওয়ার কারণে নিজের প্রশংসায় নিজেই সে সব সময় পঞ্চমুখ থাকে। এমনই গল্প নিয়ে স্বপ্নের কারিগরের ব্যানারে নির্মিত হয়েছে একক নাটক ‘কালো জামাই’। নাটকটি রচনা করেছেন রাজীব মণি দাস ও পরিচালনায় আর আইচ সোহেল। নির্বাহী প্রযোজক বেগম রোকেয়া।
নাটকটিতে আবুল কালাম চরিত্রে অভিনয় করছেন আখম হাসান। তার স্ত্রী মিথিলা চরিত্রে অভিনয় করেছেন অরিন। রিজু চরিত্রে অভিনয় করেছেন নিথর মাহবুব। স্বপ্নের কারিগর নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১৬অক্টোবর প্রকাশ হয়েছে ‘কালো জামাই’ নাটকটি। এরপর থেকেই ইউটিউব মাতাচ্ছে ‘কালো জামাই’। কমেন্টবক্সেও নাটকটির প্রশংসা করছেন অনেকেই। ১০দিনে নাটকটি দেখা হয়েছে ২০ লক্ষেরও বেশিবার। অর্থাৎ প্রতিদিন গড়ে দুই লাখেরও বেশি দর্শক দর্শক পাচ্ছে নাটকটি। ’ নাটকের বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন অরিন, সীমানা শীলা, বিপ্লব প্রসাদ, আফরোজা হোসেন, জাদু ফরিদ, ফরহাদ সরকার, আফতাব উদ্দিন, নবাব তুহিন প্রমুখ।