ইংল্যান্ড-উইন্ডিজ টেস্ট ১১৭ দিন পর মাঠে গড়াল ক্রিকেট

32

অবশেষে দীর্ঘ ১১৭ দিন পর মাঠে গড়াল আন্তর্জাতিক ক্রিকেট। করোনা ভাইরাস পরবর্তী ক্রিকেটে মাঠে নামল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।
সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্টে গতকাল প্রথম দিনের খেলা শুরু হয়েছে। যদিও বৃষ্টির কারণে মধ্যাহ্ন বিরতির পর টস হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নতুন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তবে ৩ ওভার খেলার পর ফের বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। আর এ সময় ১ রানে এক উইকেট হারায় স্বাগতিকরা। ডম সিবলিকে বোল্ড করে ফেরান শেনন গ্যাব্রিয়েল। এই টেস্টে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যা স্মরণে নিজেদের জার্সিতে বø্যাক লাইভস ম্যাটার লিখে মাঠে নামেন ক্যারিবীয়রা। এমনকি ম্যাচ শুরুর আগে দু’দলের ক্রিকেটার ও আম্পায়াররা হাঁটু গেড়ে বø্যাক লাইভস ম্যাটার আন্দোলন সমর্থন করেন। মহামারী করোনাভাইরাসের কারণে অন্যান্য কার্যক্রমের সঙ্গে সেই মার্চ থেকে বন্ধ আন্তর্জাতিক ক্রিকেটও। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) উদ্যোগে বহু আলোচনার পর আবারও মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। সাউদাম্পটনের রোজ বোলে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল গতকাল বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), ররি বার্ন, জ্যাক ক্রলি, জস বাটলার, জো ডেনলি, অলি পোপ, ডম সিবলে, ক্রিস ওকস, মার্ক উড, জোমিনিক বেস, জোফরা আর্চার, জেমস অ্যান্ডারস, স্টুয়ার্ট ব্রড।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জারমেইন বø্যাকউড, এনক্রুমা বোনার, ক্রেইগ ব্রাথওয়েট, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টোন চেজ, রাহকিম কর্ণওয়াল, শেন ডাওরিচ, চিমার হোল্ডার, জেসন হোল্ডার (অধিনায়ক), শাই হোপ, আলঝারি জোসেফ, রেয়মন রেইফার এবং কেমার রোচ।