আল মাবরুর হজ্ব কাফেলার হজ্ব প্রশিক্ষণ কর্মশালা

49

বরেণ্য ইসলামিক স্কলার চট্টগ্রাম নেছারিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, ইসলামী শরীয়ার আবশ্যকীয় এবাদত হচ্ছে পবিত্র হজ্বব্রত পালন। সকলেরই প্রত্যাশা এ পূন্য কর্মটি সাবলীল, নিস্কন্টক ও নিরুপদ্রবভাবে সম্পাদন করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, হজ্বের মত এহেন একটি স্পর্শকাতর বিষয়ের যথাযথ বাস্তবায়ন নির্বিঘœ হয়না। বিশেষতঃ হাজ্বী পরিবহনের ক্ষেত্রে ভোগন্তির কোন অন্ত নেই। এক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স এ দুটি বিমানই একমাত্র ভরসা। হজ্বযাত্রীর চেয়ে হজ্ব ফ্লাইটের অপ্রতুলতার কারণে হজ্বযাত্রী পরিবহনে বিশৃংখলা লেগেই আছে। উপরন্ত হজ্ব এজেন্সিসমূহকে অনাকাংখিত লোকসান গুনতে হয়। তাই হজ্বযাত্রী পরিবহনে দুর্ভোগ ও বিড়ম্বনা এড়াতে থার্ড ক্যারিয়ার অনুমোদনের কোন বিকল্প নেই। আল মাবরুর হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম বলেন, পবিত্র হজ্বের মত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়টির স্বচ্ছতা কোনভাবেই উপেক্ষিত হবার নয়। এটিকে সার্বজনীনভাবে গ্রহণযোগ্য করে তোলা একান্ত অপরিহার্যও বটে। কেননা বর্তমান হজ্ব নীতিমালায় শুভংকরের ফাঁক রয়েছে। কর্তৃপক্ষের একটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত যে, সরকারের বৈধ অনুমোদনক্রমেই এজেন্সীসমূহ হজ্ব সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে। । ঐতিহ্যবাহী আল মাবরুর হজ্ব কাফেলার উদ্যোগে গত ৩ জুলাই নগরীর একটি কমিউনিটি সেন্টারে হজ্বযাত্রীদের হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। কাফেলার চেয়ারম্যান বরেণ্য ইসলামিক স্কলার হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভুটানি বিভাগের অধ্যাপক জনাব ড. শেখ বখতেয়ার উদ্দীন ও চট্টগ্রাম নেছারিয়া কামিল (এমএ) মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শায়খুল হাদিস হযরতুলহাজ্ব আল্লামা এনামুল হক সিকদার। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবি আলহাজ্ব এডভোকেট এম আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন যুক্তিবাদী, অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান, আলহাজ হাফেজ মাওলানা ছালামত উল্লাহ, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাফেলার পরিচালক আলহাজ মোহাম্মদ আক্কাস উদ্দীন খোন্দকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, আলহাজ মাওলানা নুরুল বারী, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন শামসী, মুফতি মাওলানা হেলাল উদ্দীন আলকাদেরী, আলহাজ মাওলানা মহিউদ্দীন নেছারী, আলহাজ মাওলানা জিয়াউল হক বিপ্লবী, আলহাজ মুহাম্মদ কামাল উদ্দীন, মাওলানা মুহাম্মদ ফয়েজ উল্লাহ, মুহাম্মদ খলিলুর রহমান ও মুহাম্মদ আলতাফ হোসেন ফয়সাল প্রমুখ। উল্লেখ্য যে, আল মাবরুর হজ্ব কাফেলার অধীনে ২৪৪ জন হজ্বযাত্রী আগামী ৮ জুলাই চট্টগ্রাম বিমান বন্দর থেকে সরাসরি জেদ্দা যাত্রা করবেন। বিজ্ঞপ্তি