আলোর ঠিকানা ও মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের শুভসূচনা

50

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন এর ব্যবস্থাপনায় এবং এলিট পেইন্ট গ্রূপ অব কোম্পানীজ এর পৃষ্টপোষকতায় এলিট পেইন্ট-রাবেয়া সিরাজ স্মৃৃতি কিশোর ফুটবল লীগ-২০২০ (অনুর্ধ ১৫) গতকাল বিকালে এম.এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিডিএফএ এর সভাপতি আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উক্ত লীগের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ও স্পন্সর প্রতিষ্ঠান এলিট পেইন্ট গ্রূপ অব কোম্পানীজ এর জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ। সিডিএফএ সহ-সভাপতি এস এম শহীদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও সিজেকেএস ফুটবল কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ কোষাধ্যক্ষ ও সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ শাহ্জাহান, সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, মোঃ আবদুল বাসেত, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো: হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, সিডিএফএ নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, আবু সরওয়ার চৌধুরী, লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহিম, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, এনামুল হক, মো: লুৎফুল করিম সোহেল, এ.এস.এম সাইফুদ্দিন চৌধুরী, কাজী জসিম উদ্দিন, আলি হাসান রাজুসহ অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী খেলায় আলোর ঠিকানা ২-০ গোলে মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন রিজভি ও আরিফ। দিনের ২য় খেলায় মাদারবাড়ী শোভানীয়া ক্লাব সহজেই ৬-০ গোলে রাঙ্গুনীয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। শক্তিশালী শোভনীয়া ক্লাবের রহিম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করে, অন্য ৩টি গোল আসে মুন্না, আনিস ও জাকিরের পা থেকে।
আজকের খেলা: নওজোয়ান গ্রীণ বনাম পটিয়া আবদুস সোবহান ফুটবল ক্লাব (২ টা) ও আগ্রাবাদ কমরেড ক্লঅব বনাম বন্দর সাদা (৩-১৫ টা)।