‘আ’লা হযরত ছিলেন বিশেষ জ্ঞানের অধিকারী’

13

আন্জুমানে রযভীয়া তৌছিফিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে হিজরী চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা খাঁন (রা.) এর ১০২ তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশে আ’লা হযরত ২৮ সেপ্টেম্বর রাতে পূর্ব নাসিরাবাদ খানকায়ে রযভীয়া তৌছিফিয়ায় আন্জুমানের নির্বাহী চেয়ারম্যান আল্লামা কাযী সাদেকুর রহমান হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাটিরহাট মুফিদুল ইসলাম সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী। তিনি বলেন, আ’লা হযরত খোদা প্রদত্ত বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন। দেড় সহস্রাধিক গ্রন্থ রচনা করে তিনি ইসলামের বহুমূখী সংস্কার করেন। এজন্য তাঁকে শতাব্দীর মহান সংস্কারক বলা হয়। বিশেষ অতিথি ছিলেন আল্লামা ওবাইদুন নাছের নঈমী, আল্লামা সোলায়মান রেজভী। প্রধান বক্তা ছিলেন আ’লা হযরত গবেষক আল্লামা শামসুল আলম নঈমী। তিনি বলেন, ইসলামের প্রকৃত শিক্ষা পেতে হলে আ’লা হযরতের মসলক বা চিন্তাধারায় আমাদেরকে মনোনিবেশ করতে হবে। স্বাগত বক্তব্য রাখেন আন্জুমানের মহাসচিব সৈয়দ জহিরুল ইসলাম নাঈম। সংগঠনের দপ্তর সচিব এইচ.এম. নেজাম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা এয়াছিন রেজভী, মাওলানা নূর মুহাম্মদ আলকাদেরী, মুহাম্মদ নিজাম উদ্দীন, মহানগর আন্জুমানের সভাপতি মুহাম্মদ আলী, সেক্রেটারি মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা আবুল ফয়েজ, মাওলানা মুহাম্মদ আলমগীর, মাওলানা হেলাল উদ্দীন রেজভী, লোকমান আকবর চৌধুরী, আহাদ উদ্দীন সোহেল, মাওলানা ইলিয়াছ রেজভী, আশেকে মোস্তফা দিদার, হাফেজ সাখাওয়াত হোসাইন, অসিউর রযা নূরী মিয়া, নিজাম উদ্দিন সবুজ, মুহাম্মদ মহসিন, রায়হান রেযা, আবু আব্বাস, আরাফাত উল্লাহ রেজভী, ইফতেখার উদ্দীন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি