আলকরন ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম

67

৩১ নং আলকরণ ওয়ার্ডে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধের চলমান কার্যক্রম অব্যাহত রেখেছেন ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম। গত ১৯মে একইদিনে একযোগে ১৪জন শ্রমিক মশক নিধন কর্মসূচিতেতে অংশ নেয়। বানিয়াটিলা, জিন্নাহ পাড়া, ইঞ্জিনিয়ারিং কলোনি, ফলমন্ডি, স্টেশন রোড, বৃহত্তর রিয়াজ উদ্দিন বাজার, চৈতন্য গলি, সদরঘাট রোড, বোস গলি, শেঠ পাড়া, আলকরন, পি কে সেন, কবি নজরুল ইসলাম রোড, বন্দর কলোনি, দোভাষ কলোনি, সহ ওয়ার্ডের প্রত্যেকটা এলাকায় এই কার্যক্রম চালানো হয়। এক বিবৃতিতে কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম বলেন, অস্বীকার করার উপায় নেই একদিকে মহামারি করোনা ভাইরাস নিয়ে সকলেই আতংকিত অপরদিকে মশার যন্ত্রণায় অতিষ্ঠ। মশক নিধন কর্মসূচী চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর একটা সার্বক্ষণিক কার্যক্রম এর অংশ। সাধারণত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে এই সময়ে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পায়। আপনারা জানেন মশাবাহিত রোগ প্রতিরোধে বিগতদিনে মাননীয় মেয়র আ জ ম নাছির উদ্দিন এর সময়োপযোগী সঠিক পদক্ষেপ এর কারণে চট্টগ্রামে মশাবাহিত রোগ তেমন ছড়াতে পারে নাই। এবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পক্ষ থেকে মশার প্রজননক্ষেত্র ধ্বংস ও মশাবাহিত রোগ প্রতিরোধ করতে অব্যাহত মশক নিধন কার্যক্রমে আরোও জোর দেয়া হয়েছে। তিনি সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহব্বান জানান। বিজ্ঞপ্তি