আমাদের আলোকিত সমাজ’র কর্মশালা

67

সেচ্ছাসেবী সংগঠন আমাদের আলোকিত সমাজ-এর উদ্যোগে ‘আলোকিত মানুষ হও’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গত ১৬ অক্টোবর নগরীর এম ই এস কলেজ সংলগ্ন একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠিতা চেয়ারম্যান রোটারিয়ান এ আর কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও ড. মো. মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর রোটারিয়ান আমিনুল হক বাবু, সাধারণ সম্পাদক কাজী কামাল, ভাইস প্রিন্সিপাল মো. ফিরোজ আহম্মেদ, সমাজসেবক ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মিথুল দাসগুপ্ত, মো. নজরুল ইসলাম, জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বদলে যাও, বদলে দাও, আলোকিত মানুষ হও’, এই মূল মন্ত্রে প্রথমে আমাদের নিজেদের বদলাতে হবে এবং আমাদের পরিবার ও সমাজকে বদলে দিয়ে আলোকিত সমাজ বিনির্মানে কাজ করে যেতে হবে। আমরা যদি আমাদের মনের শুভ্রতাকে জাগিয়ে তুলতে পারি, তাহলেই ব্যক্তি, সমাজ ও দেশ আলোকিত হবে এবং গড়ে উঠবে আমাদের প্রত্যাশিত সেই শান্তিময় বিশ্ব। সংগঠনের প্রোগ্রাম চেয়ার আফাজ উদ্দিন আসিফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সম্পাদক মন্ডলীর সদস্য আবুল হাসান শিমুল, এডভোকেট শাহরিয়ার তানিম, কো. চেয়ার মাসুদ আলম চৌধুরী, সাইফুল ইসলাম, ইসতিয়াক চৌধুরী, ইমরান মাহমুদ রনি, ইমাম হোসেন শিশির, বায়জিদ সুমন, সাইফুল ইসলাম স্বপ্নীল, আনোয়ার পলাশ, সামছুল ইসলাম মিঠু, আব্দুর রহমান সুজন, মোহাইমিনুল ইসলাম, হাসিবুল হোসেন রিপন, তানভীর খান, এ এইচ রায়হান, মঞ্জুরুল ইসলাম, ইমন হাসান, জীবন, শরীফ, আনোয়ারুল, মেহেদি হাসান মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি