আমরা অভিজ্ঞতায় পিছিয়ে আছি

15

বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ১৯ বছর পার করেছে। কিন্তু এতো বছর পরও ক্রিকেটের এই ফরম্যাটে বাংলাদেশের বলা মতো কোনো অর্জন নেই। টেস্ট ক্রিকেটে গোলাপি বলে বাংলাদেশের অভিষেক হয়েছে শুক্রবার।
অভিষেক এই টেস্টটির শুরুটা বাংলাদেশ মনের মতো করে পার করতে পারেনি। ভারতের বিপক্ষে প্রথম দিনেই ব্যাকফুটে চলে গেছে টাইগাররা। দুই দলই প্রথমবার দিবারাত্রির টেস্ট খেলতে নামে। কিন্তু তাদের পারফরম্যান্সে ব্যাপক পার্থক্য দেখা যায়। এর কারণ অনুসন্ধান করে বাংলাদেশ দলের প্রধান কোচ জানান, টেস্টে বাংলাদেশের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে।
কলকাতা টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমার মনে হয় আমাদের টেস্ট খেলায় ঘাটতি রয়েছে। দুই দলের পারফরম্যান্সে তাই ব্যাপক ব্যবধান।
কোহলি শেষ বছরে ২৬টি টেস্ট খেলেছেন। আর বাংলাদেশের সব ক্রিকেটার মিলে ১৬টি টেস্ট খেলেছেন। এখানেই পার্থক্যটা। আমরা অভিজ্ঞতায় পিছিয়ে আছি।’