আবারো গুজবের শিকার ‘দ্য রক’

91

তৃতীয়বারের মতো গুজবের শিকার হলেন রেসলিং ও হলিউড তারকা ডোয়াইন ‘দ্য রক’ জনসন। বৃহস্পতিবার হুট করেই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। তবে খবরটি মিথ্যা বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো। সংবাদমাধ্যমটি জানায়, ভুল স্ট্যান্ট দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ডোয়াইন ‘দ্য রক’ জনসন, এমন শিরোনামে বিবিসি’র নামে ব্যবহার করে ভুয়া একটি ওয়েবসাইট থেকে খবর ছড়ানো হয়েছে। যা মুহূর্তের মধ্যে ফেসবুক ও টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট খবর। যা বিবিসি মূল ওয়েবসাইটে পাওয়া যায়নি। এটাই প্রথম না এর আগে বেশ কয়েকবার ‘দ্য রক’র মৃত্যুর গুজব ছড়িয়েছে। যার জন্য ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা ২০১১ ও ২০১৪ সালে ট্রল করে নিজেই নিজেকে মৃত বলে ঘোষণা করেন।