আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোমানিয়ার বিশ্বরেকর্ড

35

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রানের দিক থেকে সবথেকে বড় জয়ের বিশ্বরেকর্ড গড়েছে রোমানিয়া ক্রিকেট দল। চলমান রোমানিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে বৃহস্পতিবার তুরস্ককে ১৭৩ রানে হারিয়েছে তারা।
রেকর্ড এই জয়ের পেছনে মূল ভূমিকা রেখেছেন রোমানিয়ার ভারতীয় বংশোদ্ভুত ব্যাটসম্যান শিবকুমার পেরিওয়াল। মাত্র ৪০ বলে ১০৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংসের সুবাদে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২৬ রান সংগ্রহ করে রোমানিয়া।
এরপর ২২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩ ওভারে মাত্র ৫৩ রানে অলআউট হয় তুরস্ক। ফলে রেকর্ডবুকে নাম লেখায় পেরিওয়ালদের দল। ৩১ বছর বয়সী পেরিওয়াল মূলত পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
অবসর সময়ে রোমানিয়ার ক্লাজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলে থাকেন তিনি। স¤প্রতি ক্লাবের হয়ে দারুণ পারফর্ম করায় জাতীয় দলে সুযোগ পান তিনি। আর এই সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগালেন পেরিওয়াল।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের দিক থেকে সর্বোচ্চ জয়ের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। ২০০৭ সালে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল তারা। এবার সেই রেকর্ডটি নতুন করে লিখলো রোমানিয়া।