আইসিসিতে পিসিবির অভিযোগ

31

রাঁচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আর্মি ক্যাপ মাথায় দিয়েছিলো ভারত। কাশ্মিরে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে করা তাদের ব্যতিক্রমী উদ্যোগ অবশ্য ভালো চোখে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।তাদের এমন পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইসিসির কাছে অভিযোগ করেছে পিসিবি। জানা গেছে, ভারতীয় সেনা বাহিনীর সম্মানসূচক লেফটেন্যান্ট পদ পাওয়া ধোনির উদ্যোগেই ঘটনাটি ঘেটেছে। তিনি ভারতীয় দলের সবাইকে আর্মি ক্যাপ বিতরণ করেছেন। কিন্তু পিসিবি বিষয়টিকে রাজনৈতিক উস্কানি হিসেবে মনে করছে। ক্রিকেটে রাজনীতিকরণ বা এমন কিছুকে ব্যবহারের বিরুদ্ধে বিধিনিষেধ আছে আইসিসির। সেই নিয়মকে সামনে রেখে এহসান মানি ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী ‘সেভ গাজা’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ নামে বাহুবন্ধনী পড়ে মাঠে নামায় তাকে নিষিদ্ধ করা হয়েছিলো ২০১৪ সালে।