আইসিএমএবি চট্টগ্রাম শাখায় অ্যাকাউন্টিং দিবস উদ্যাপিত

2

 

চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল, আইসিএমএবি কর্তৃক আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস-২০২২ গত ১০ নভেম্বর আগ্রাবাদ সিএমএ ভবনে উদ্যাপিত হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা অনুষ্ঠিত হয়। আইসিএমএবি এর ভাইস-প্রেসিডেন্ট ইমতিয়াজ আলম এফসিএ, এফসিএমএ’র নেতৃত্বে সিএমএ ভবন, চট্টগ্রাম থেকে শোভাযাত্রাটি আরম্ভ হয়ে আগ্রাবাদ সিডিএ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল এর চেয়ারম্যান আসাদুর রহমান এফসিএমএ, চট্টগ্রাম অঞ্চলের ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যবৃন্দ এবং চট্টগ্রাম শাখার অসংখ্য ছাত্র-ছাত্রীবৃন্দ। আসাদুর রহমান এফসিএমএ শোভাযাত্রা শেষে সিবিসি কর্তৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চিটাগং এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসরুরুল মওলা। বিশেষ অতিথি ছিলেন আইসিএমএবিএর ভাইস-প্রেসিডেন্ট ইমতিয়াজ আলমএফসিএ, এফসিএমএ। বিশেষ অতিথি ইমতিয়াজ আলম তাঁর বক্তব্যে আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস এর ইতিহাস ও গুরুত্ব, হিসাববিদগণ এর কার্যাবলী ও দায়িত্ব এবং হিসাববিজ্ঞান পেশার পথিকৃতদের সম্পর্কে আলোচনা করেন। বর্তমান গতিশীল পৃথিবীতে আধুনিক আর্থিক কার্যাবলী সম্পর্কে জ্ঞানার্জন এর উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে হিসাববিদদের ভূমিকা ও গুরুত্বের উপর ভিশন-২০৪১ বাস্তবায়ন এবং টেকশই উন্নয়ন লক্ষ্য অর্জন নির্ভরশীল বলে উল্লেখ করেন। তিনি সিবিসিকে এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উল্লেখ্যযোগ্য সংখ্যক ফেলো, অ্যাসোসিয়েট সদস্য এবং চট্টগ্রাম শাখার ছাত্র-ছাত্রীবৃন্দ অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুল ইসলাম এসিএমএ, কাউন্সিল সদস্য, সিবিসি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ মোজাম্মেল হোসেন, ভাইস-চেয়ারম্যান, সিবিসি। বিজ্ঞপ্তি