অ্যাশেজ থেকে ছিটকে গেলেন স্মিথ

19

অ্যাশেজের তৃতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। লর্ডস টেস্টে জফরা আর্চারের করা ৯২.৪ মাইল গতির বাউন্সারে ঘাড়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন স্মিথ। সেই আঘাত এখনও পুরোপুরি সামলে না উঠতে পারায় হেডিংলিতে খেলা হচ্ছে না তাঁর। স্মিথের ছিটকে পড়া অবশ্য বড় ধরণের দুঃসংবাদ অস্ট্রেলিয়ার জন্য। কারণ প্রথম দুই টেস্টেই দলের ত্রাণকর্তা ছিলেন তিনি। বার্মিংহামে আয়োজিত প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পান ৩০ বছর বয়সী এই ডানহাতি। এরপর লর্ডসে প্রথম ইনিংসে বিরুদ্ধ স্রোতে ব্যাটিং করে খেলেন ৯২ রানের অসাধারণ আরেকটি ইনিংস। এই ইনিংসটি খেলার পথেই ক্যারিবিয়ান বংশোদ্ভূত আর্চারের আগুনে বোলিংয়ে মাথায় আঘাত পান তিনি। পরবর্তীতে মাঠ ছাড়তে বাধ্য হন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নামতে দেখা যায়নি তাঁকে।