অকল্যান্ডে আরেকটি রাহুল-আইয়ার ‘শো’

10

প্রথম টি-টোয়েন্টিতে ২০৩ রান তাড়া করতে নেমে দুজনের ঝড়ো ব্যাটিংয়ে সহজে জিতেছিল ভারত। গতকাল সেই অকল্যান্ডেই দ্বিতীয় ম্যাচে লক্ষ্য তেমন কঠিন ছিল না। তবু জ্বলে উঠেছেন রাহুল-আইয়ার, নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের আরেকটি সহজ জয় এনে দিয়েছেন দলকে। ৫ ম্যাচের সিরিজে তাই ২-০ ব্যবধানে এগিয়ে ‘টিম ইন্ডিয়া’।
ইডেন পার্কে ভারতীয় বোলারদের কৃতিত্বও কম নয় অবশ্য। সূচনা ভালো হলেও প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩২ রানে থেমে গেছে টসজয়ী নিউজিল্যান্ড।
মার্টিন গাপটিল ও কলিন মানরোর ৩৬ বলে ৪৮ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর কিউইদের ছন্দপতন শুরু। গাপটিল (২০ বলে ৩৩) আর মানরোর (২৫ বলে ২৬) পর শুধু টিম সেইফার্ট (২৬ বলে অপরাজিত ৩৩) লড়াই করেছেন। তবে ভালো স্কোর এনে দিতে পারেননি দলকে। ১৮ রানে রবীন্দ্র জাদেজার শিকার দুটি। এক উইকেট নেওয়া জশপ্রীত বুমরা দিয়েছেন ২১ রান।
১৩৩ রানের লক্ষ্যে ভারতের শুরুটা ভালো হয়নি। টানা দুই ম্যাচে ব্যর্থ রোহিত শর্মা বিদায় নিয়েছেন দুটি চার মেরে। অধিনায়ক বিরাট কোহলিও (১১) তেমন কিছু করতে পারেননি। তবে ৩৯ রানে দুই তারকার বিদায়ের ধাক্কা দলকে বুঝতেই দেননি রাহুল আর আইয়ার। তৃতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে জয়ের পথে এগিয়ে দিয়েছেন দলকে। আইয়ার ৩৩ বলে ৪৪ রান করে আউট হলেও রাহুল জয় নিয়ে ফিরেছেন মাঠ থেকে। ৫০ বলে অপরাজিত ৫৭ রানের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি। ২৯ জানুয়ারি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির ভেন্যু হ্যামিল্টন।