শিল্পী উত্তম কুমার তালুকদারের ১৩তম একক চিত্র প্রদর্শনী

27

পূর্বদেশ অনলাইন
শিল্পী উত্তম কুমার তালুকদারের “সৃজনশীল শিল্পের প্রকাশ” শীর্ষক ১৩তম একক প্রদর্শনী আগামী ৫ ডিসেম্বর ২০২৫ইং শুক্রবার জিলা শিল্পকলা একাডেমী চট্টগ্রাম, জয়নুল গ্যালারীতে শুরু হতে যাচ্ছে। বিকেল ৫ টায় প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পী খাজা কাইয়ুম – অধ্যাপক, চারুকলা ইনস্টিটিউট (অব.), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শিল্পী শৌমেন দাস – অধ্যাপক, চারুকলা ইনস্টিটিউট (অব.), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), শিশির দত্ত, নির্বাহী পরিচালক – বিটা, ডাঃ গুরুপদ চক্রবর্তী, উপ-পরিচালক – আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম, আলম খোরশেদ লেখক, অনুবাদক ও সমালোচক, শিল্পী সুফিয়া বেগম – অধ্যাপক, চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, স্বপ্না তালুকদার- সিনিয়র পরিচালক-সমন্বয়, মমতা।
শিল্পী উত্তম কুমার তালুকদার তার শিল্পকল্পে প্রকৃতি ও মানুষের জীবন সত্ত্বাকে উপলদ্ধি করার শৈল্পীক চেতনাকে প্রকাশ করেছেন। জ্যামিতিক নকশা, কালো মোটা-সরু লাইন এবং বিভিন্ন ফর্মের ক্যারিকাচারিং ছবির মোটিভহিসেবে ব্যবহার করেছেন, প্রকৃতি ও আমাদের চারপাশের পরিবেশ এবং চিত্রকর্মের পরবাস্তবতার নানান অনুষঙ্গকে যুক্ত করেছে, বাস্তবতা ও কল্পনার জগতকে একসাথে সমন্বয় ঘটানো চেষ্টা করেছেন।
প্রদর্শনী ৫ ডিসেম্বর হতে ৯ ডিসেম্বর ২০২৫ইং পর্যন্ত ৫ দিন ব্যাপী প্রতিদিন বিকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।