ঢাকায় চকরিয়া-পেকুয়া সমিতির বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত

114

রাজধানী ঢাকার সরকারি এজিবি কলোনি মিলনায়তনে ঢাকাস্থ চকরিয়া-পেকুয়া সমিতির বার্ষিক মেজবান ও মিলন মেলা অনুষ্ঠিত হয় গত ১০ মার্চ শুক্রবার।

বেলুন উড়িয়ে মেজবান ও মিলন মেলার উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া সংসদীয় আসলেন সংসদ সদস্য জাফর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া সমিতির আহ্বায়ক এডভোকেট ফখর উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ বেলাল হোসেন, মেজবান কমিটির আহ্বায়ক ছাদেক আহমদ, সদস্য সচিব মোহাম্মদ আলী খোকন, চকরিয়া-পেকুয়ার উপজেলা চেয়ারম্যান এবং সমিতির জীবন সদস্যবৃন্দ।

তারপর শুরু হয় আলোচনা পর্ব। আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির উপদেষ্টামণ্ডলী, আহ্বায়ক কমিটি এবং আগত অতিথিবৃন্দ।

আলোচনায় অতিথিবৃন্দ সমিতির একটি স্থায়ী অফিসের জন্য এককালীন আর্থিক অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এরপর অতিথিবৃন্দ সমিতির মুখপত্র ও বার্ষিক প্রকাশনা মাতামুহুরীর মোড়ক উন্মোচন করেন।

আলোচনা শেষে শুরু হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। সবশেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চকরিয়া পেকুয়ার প্রথিতযশা শিল্পীবৃন্দ এতে সঙ্গীত পরিবেশন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র‍্যাফল ড্র’র পুরস্কার প্রদান শেষে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।