তরুণদের কবিতা প্রেম

43

আসহাব আরমান

কবির বেদনা-বিদ্ধ হৃদয় কবিতার জন্মভ‚মি। কবিরা নিজেদের আনন্দ-বেদনা প্রকাশের মাধ্যমেই কবিতার সৃষ্টি করেন। কবি বেদনাকে আস্বাদ্যমান রস-মূর্তি দান করেন। ব্যক্তিগত বেদনার বিষপুষ্প থেকে কবি কল্পনার সাহায্যে আনন্দমধু আস্বাদন করেন। কল্পনায় শব্দ বুননের মাধ্যমে কবি বেদনা পর্যন্ত রূপান্তরিত ও সুন্দর হয়ে উঠে। কবিরা শব্দের তুলিতে কবিতার মায়াজাল তৈরি করেন। সেই জালে আটকা পড়েন পাঠকরা। বয়স ভেদে পাঠকদের আগ্রহ নির্ভর করে। কবিতা বেশি টানে তরুণ পাঠকদের; বিশেষ করে প্রেমের কবিতা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত বইমেলার বেশ কিছু স্টল ঘুরে তরুণদের কবিতা প্রেমের এমন চিত্র দেখা গেছে।
এবারের বইমেলায় বেশ কয়েকটি কবিতার বই পাঠকপ্রিয়তা পেয়েছে ইতোমধ্যে। এর মধ্যে রয়েছে কবি ওমর কায়সারের ‘ঋতুচক্র থেমে গেলে’, আবুল মোমেনের ‘পাথর যখন চেপে ধরে’, জহির রিপনের ‘ঈশ্বরগঞ্জ’, চৌধুরী ফাহাদের ‘দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে আছে একা’, রাফসান গালিবের গরবাপাখি’, আলতাফ শাহনেওয়াজের ‘গ্রামের লোকেরা যা বলে’, ফিরোজ এহতেশামের ‘আততায়ীর অন্তিম ইশারা’। অন্যদিকে ঐতিহ্য প্রকাশনের তুমুল জনপ্রিয়তা পেয়েছে কবি হাসান রুবায়েতের কবিতার বই ‘ব্রীজ পেরুলেই অন্য ঋতুর দেশ’। এছাড়াও লেখকের অন্যন্য বই ‘মুসলমানের ছেলে’, ‘এমন ঘন ঘোর ফ্যাসিবাদের’ বইগুলোও ভালো বিক্রি হচ্ছে। বাংলাদেশের নামকরা কবিদের নিয়ে ঐতিহ্য প্রকাশনের কবিতা সংকলন ‘প্রিয় ৫০ প্রেমের কবিতা’ সিরিজের বইগুলোও পাঠককে তুমুলভাবে আকৃষ্ট করছে।
আপন আলো স্টলে পাঠকের আগ্রহের কেন্দ্রে রয়েছে শিক্ষা গবেষক ড. শামসুদ্দীন শিশির ও সাংবাদিক আবু মোশাররফ রাসেলের কবিতা সংকলন ‘স্কুলবেলার ছড়া-কবিতা’। খড়িমাটি প্রকাশনে জনপ্রিয়তা পেয়েছে শুক্লা ইফতেখারের কবিতার বই ‘যাপন যদিও আপন কাটাতারে’, সেলিনা শেলীর ‘ছেড়া জিভের দাস্তান’, সুমনা বড়ুয়ার ‘আস্তরাগের মনোবীণা’, সাজিয়া আফরিনের ‘অতোটা ফুলের প্রয়োজন নেই’, সোমা ধরের ‘তোমার ছোঁয়ার অপেক্ষায়’, কল্যাণ বড়ুয়ার ‘বিকেলে ভোরের ফুল’, মিনু মিত্রের ‘নদীক্লান্ত ঘর’।
অক্ষরবৃত্ত স্টলে পাঠকপ্রিয় কবিতার বইয়ের মধ্যে রয়েছে সাদিয়া আফরিনের ‘ভাবনার ভায়োলিন’, জয়নুল টিটো ও হুমায়রা খানমের ‘সুখ গেছে বনবাসে স্বপ্নরা নীল ঘুমে’, মোহাম্মদ জাভেদ হোসেনের ‘ছায়াবাজি প্রেম’, শাহীনূর আক্তার বিউটির ‘অন্তরের নীল কাব্য’, নাইম আরিয়ানের ‘মানুষ নিঃস্ব হয় হৃদয় বিনাশে’, ইফতেখার আবিরের ‘হিজলের হলুদ সন্ধ্যা’।
ঐতিহ্য প্রকাশনের স্টল প্রতিনিধি মো হামিদ পূর্বদেশকে বলেন, সব বয়সের মানুষই কবিতা পছন্দ করেন। তবে তুলানামূলকভাবে তরুণ পাঠকরাই কবিতার বই বেশি কিনছেন। আমাদের স্টলের কবি হাসান রুবায়েতের বইগুলো বেশি কিনছেন পাঠকরা। হাসান রুবায়েতের ‘ব্রীজ পেরুলেই অন্য ঋতুর দেশ’ বইটি দুইবার স্টক শেষ হয়েছে। আগামিকাল (আজ) ঢাকা থেকে নতুন চালান আসছে।
চন্দ্রবিন্দু প্রকাশনের স্টল প্রতিনিধি আরমানুল হক জানান, আমাদের স্টলে অধিকাংশই কবিতার বই। এর মধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে কবি ওমর কায়সারের কবিতার বই ‘ঋতু চক্র থেকে গেলে’, আবুল মোমেনের ‘পাথর যখন চেপে ধরে’ এবং রাফসান গালিবের ‘গরবাপাখি’ বইটি। পাশাপাশি অন্যান্য লেখকের বইগুলোও বিক্রি হচ্ছে মোটামুটি।
যুব উৎসব
মেলার প্রতিদিনের অনুষ্ঠানের মধ্যে গতকাল রবিবার ছিল যুব উৎসব। বিকেল ৫ টায় অমর একুশে বইমেলা মঞ্চে যুব উৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত গুণীজন জয়ন্ত চট্টোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কামরুল হাসান বাদল ও কাউন্সিলর নাজমুল হক ডিউক। সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মহম্মদ তৌহিদুল ইসলাম।