তুরস্কে ভূমিকম্পের ৫ দিন পর এক কিশোরকে জীবিত উদ্ধার

20

পূর্বদেশ ডেস্ক

তুরস্কের হাতাই শহরে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১২৮ ঘণ্টা পর ১৩ বছরের এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে আদ্রা কান ওভুন নামের ওই কিশোরকে বের করে আনা হয় বলে জানায় বিবিসি। নানা আন্ত র্জাতিক সংবাদমাধ্যমে তাকে উদ্ধারের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে।
গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ২৫ হাজার মানুষের মৃত্যুর খবর জানা গেছে। ধ্বসস্তূপের মধ্যে এখনো উদ্ধার অভিযান চলছে। তাই মৃতের সংখ্যা আরো বাড়বে।
তবে সময় যত গড়াচ্ছে, জীবিত কাউকে উদ্ধারের আশা ফিকে হচ্ছে যাচ্ছে। ক্ষুধা-তৃঞ্চা ছাড়াও প্রচন্ড ঠান্ডার কারণে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের জীবন প্রদীপ দ্রুত নিভে আসছে। খবর বিডিনিউজের