5

চীন-ভারতের সঙ্গে বাণিজ্য
বাড়ছে রাশিয়ার

চীন ও ভারতসহ ব্রিকসের পাঁচ দেশের মধ্যে সম্পর্ক জোরদারের আহŸান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি আরও বলেন, চীন ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক প্রতিনিয়ত বাড়ছে। বৃহস্পতিবার ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকসের ১৪তম বার্ষিক সম্মেলনের একদিন আগে এক ব্যবসায়িক ফোরামে এ কথা বলেন তিনি। ওই ফোরামে পুতিন তার দেশের বিরুদ্ধে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞারও কঠোর সমালোচনা করেন। একে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন রুশ প্রেসিডেন্ট।
চলতি বছর ব্রিকস দেশগুলোর মোট আন্তর্জাতিক রিজার্ভের পরিমাণ বিশ্বের প্রায় ৩৫ শতাংশ। আর ২০২২ সালের প্রথম তিনমাসে রাশিয়া ও ব্রিকস দেশগুলোর মধ্যে বাণিজ্য বেড়ে ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। বাণিজ্য হয়েছে ৪৫ বিলিয়ন মার্কিন ডলারের। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ব্রিকস দেশগুলোর মধ্যে রাশিয়ার উপস্থিতি বাড়ছে। এর মধ্যে চীন ও ভারতে রাশিয়ার তেল রফতানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কৃষি সহযোগিতাও বিকশিত হচ্ছে’। তবে ব্রিকিস অভ্যন্তরীণভাবে বিভক্ত বলেও মন্তব্য করেন তিনি।