চট্টগ্রাম স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

19

পূর্বদেশ অনলাইন
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া সবকটি ট্রেনে ছিল অতিরিক্ত যাত্রী। টিকিটের যাত্রীর চেয়ে দাঁড়িয়ে যাওয়া (স্ট্যান্ডিং) যাত্রী ছিল বেশি। চট্টগ্রাম স্টেশন থেকে অধিকাংশ ট্রেনই সঠিক সময়ে ছেড়ে গেছে। তবে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ছাড়ার কথা ছিল সকাল ৯টায়, কিন্তু ছেড়ে গেছে সকাল ১০টা ১৫ মিনিটে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে গেছে সুবর্ণ এক্সপ্রেস, ৭টা ২০ মিনিটে পাহাড়িকা এক্সপ্রেস, ৭টা ৪০ মিনিটে সাগরিকা এক্সপ্রেস, ৮টা ৩০ মিনিটে ছেড়ে যায় চট্টলা এক্সপ্রেস ট্রেন। ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে ১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে।
নজরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘আমি বাড়িতে (ময়মনসিংহ) যাওয়ার জন্য স্টেশনে এসেছি। এর আগে অগ্রিম টিকিটের জন্য দুইবার লাইনে দাঁড়িয়েও পাইনি। এ কারণে স্ট্যান্ডিং টিকিটে দাঁড়িয়ে হলেও বাড়ি যাচ্ছি।’ এদিকে অগ্রিম টিকিট না পাওয়া যাত্রীরা সকাল থেকে স্টেশনে ভিড় করেন। লক্ষ্য, যেকোনও ট্রেনে দাঁড়িয়ে হলেও গন্তব্যে যাওয়া। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ‘সকাল থেকে সবকটি ট্রেন যথাসময়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। তবে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন এক ঘণ্টা দেরিতে ছেড়েছে। বাকি ট্রেনগুলো যাতে সঠিক সময়ে স্টেশন থেকে ছেড়ে যেতে পারে, সেজন্য আমরা চেষ্টায় আছি।’ চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর সালামত উল্লাহ জানান, ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেজন্য আমরা তৎপর আছি। তবে সবকটি ট্রেনে ছিল অতিরিক্ত যাত্রী।