শেখ রাসেল দিবস উদযাপিত

18

 

রাঙামাটি : রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৮অক্টোবর ২০২১ বিকাল ৪ ঘটিকায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর পৃষ্ঠপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই হ্রদে বিভিন্ন এলাকা থেকে আগত পুরুষ মহিলা জেলেরা প্রতি বছরের ন্যায় নৌকা বাইচে অংশ গ্রহন করেছেন তারা। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি উপস্থিত রয়েছেন। এতে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান পিএসসি, রিজিয়ন কমান্ডার, রাঙামাটি রিজিয়র, উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, নৌকা বাইচ প্রতিযোগিতা কমিটির আহব্বায়ক হাজি মুছা মাতব্বর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আজম, ইফতেখার আহমেদ প্রমুখ।
আনোয়ারা : আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে। সকালে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল শেষে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেরা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি সহকারি কমিশনার তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাউজান : শেখ রাসেল দিবস উপলক্ষে রাউজান পৌরসভার আয়োজনে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, দোয়া মাহফিল, আলোচনা সভা, দুস্থ ও অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ, এতিম ও পথ শিশুদের মাঝে বস্ত্র-খাদ্য-ক্রীড়া-ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র বশির উদ্দিন খান, নাসিমা আক্তার, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, শওকত হাসান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেসা, মাওলানা মতিন।
শেখ রাসেল স্মৃতি সংসদ : শেখ রাসেল দিবস ফারাজ করিম চৌধুরীর আহবানে শেখ রাসেল স্মৃতি সংসদ রাউজান উপজেলা শাখার উদ্যোগে, পাইওনিয়র হাসপাতালের সার্বিক সহযোগিতায় বৃদ্ধাশ্রমের দাদুদের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষুধ বিতরণ সেবা প্রদান করা হয়। নোয়াপাড়া আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে সংগঠনের সভাপতি মুহাম্মদ এরশাদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিন এর সঞ্চালনায়ে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইওনিয়র হাসপাতালের চেয়ারম্যান ডা. ফজল করিম বাবুল। এতে সেবা প্রদান করেন ডা. সাঈদা চৌধুরী ও ডা. মোহাম্মদ আবু নোমান ইমন। এসময় আরো উপস্থিত ছিলেন শেখ রাসেল স্মৃতি সংসদের সহ সভাপতি মুহাম্মদ রবিউল হোসেন রবি, রাউজান প্রেস ক্লাবের সচিব আনিসুর রহমান, মিশু, মো জমির, মো হাসান, মো সারেক, মিশন দে মিশু প্রমুখ।
মানিকছড়ি : শেখ রাসেল দিবসে মানিকছড়ি আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন পৃথকভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে। গত ১৮ অক্টোবর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা ও দোয়া অনুষ্ঠান করেন। আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন ও দলের সিনিয়র নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিতিতে জাতীয় ও দলয়ি পতাকা উত্তোলন শেষে কেক কাটেন। উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল প্রতিকৃতিতে পুস্পস্তবক শেষে মিলনায়তনে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দিবসের আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, ১৫ আনসার ব্যাটালিয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ণ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু প্রমুখ।
লংগদু : শেখ রাসেল দিবস-২১ উদযাপন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্বোগে প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসকে কেন্দ্র করে প্রথমে উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গনে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর অফিসার্স ক্লাবের মিলনায়তনে আয়োজিত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিরেলন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল অমিন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম প্রমুখ।
বোয়ালখালী : শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্নবিশ্বাস, প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালীতে পালিত হয়েছে শেখ রাসেলের জন্মদিন। গত ১৮ অক্টোবর শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও কেক কেটে স্মরণ করলেন, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বোয়ালখালী পৌরসভা, শাকপুরা দারুছুন্নাত কামিল মাদ্রাসা, আমুচিয়া ইউনিয়ন পরিষদ ও সারোয়াতলী শেখ রাসেল স্মৃতি সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন। এ উপলক্ষে শাকপুরা দারুছুন্নাত কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা নুর মোহাম্মদ মোজাদ্দেদীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাকপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. নাছির উদ্দিন। মাওলানা আমানতউল্লার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুর তালুকদার, শাহীনুর কিবরিয়া মাসুদ, শিক্ষক কাজী মোতাহের হোসেন, তৌহিদ হাসান প্রমুখ। এদিকে, আমুচিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কাজল দে প্রমুখ।
খাগড়াছড়ি : নানান আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল জন্মদিন উদযাপন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। গত ১৮ অক্টোবর শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ^াস প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। সকালে জন্মদিন পালনের শুরুতে পরিষদ প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে পরিষদ সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভা আয়োজন করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপত্বিত করেন, পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন নুপুর কান্তি দাস ও পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী। প্রমুখ।
রামগড় : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে এক আলোচনা সভা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে রামগড় উপজেলা প্রশাসন। গত ১৮ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শুরু হয়। এর আগে পরিষদ কার্যালয় সম্মুখে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক জান্নাতুল নাঈম, বীর মুক্তিযোদ্ধা ভূপেন ত্রিপুরা, মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।