খুটাখালীতে অধ্যক্ষ আলী আহমদ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

41

চকরিয়া উপজেলার খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মরহুম মাওলানা আলী আহমদ (রহঃ) স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১ টায় তমিজিয়া মাদরাসার হল রুমে অনুষ্ঠিত পরীক্ষা দুপুর দেড়টা নাগাদ সমাপ্ত হয়। চট্টগ্রামস্থ প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক সংগঠন তমিজিয়া ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় প্রথম বারের মত মরহুম অধ্যক্ষ আলী আহমদ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় ইউনিয়নের ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এসব মাদ্রাসাসমূহের মধ্যে খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদ্রাসা, ফুলছড়ি ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসা, হাজীপাড়া জলিলিয়া ইবতেদায়ি মাদ্রাসা ও আজিজিয়া নূরানী মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

এ দিন পরীক্ষা শুরু করা হলে হল পরিদর্শন করেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ, সংগঠনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ওমর হামজা, চুনতি সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ আবু নাঈম আজাদ, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আব্দুল গফুর, মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম আবুল হোসেন, ফুলছড়ি আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বশির আহমদ, আজিজিয়া নূরানী মাদ্রাসার সুপার মাওলানা আজিজুল হক, মরহুমের কনিষ্ঠ ছেলে আব্দুস সামাদ ও আব্দুল্লাহ আল রাহিব।
বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন তমিজিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রাহমাতুচ্ছালাম। হল সুপারের দায়িত্ব পালন করেন মাদ্রাসার ইংরেজি প্রভাষক মাঈন উদ্দিন। এছাড়াও কক্ষ পরিদর্শক হিসাবে রবিউল হাসান, আব্দুল্লাহ আল মুরাদ, আইয়ুব উদ্দিন, শহিদুল ইসলাম, গিয়াস উদ্দিন, বদরুল মুনির কনক, ইফতেখারুল ইসলাম, কামরুল হাসান ও খোবাইব দায়িত্ব পালন করেন।
এ সময় সংগঠনের সদসদের মধ্যে ইব্রাহিম, মোহাম্মদ রশীদ, নুরুল আবসার, মোহাম্মদ হাসান, আবু দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।