85

কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশন : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক চট্টলবীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশন’র উদ্যোগে সংগঠন কার্যালয়ে এক স্মরণসভা চকাএভ এর সিনিয়র সহ সভাপতি এরশাদ আলী খান ভুট্টোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশন’র সভাপতি পেশাজীবী নেতা আমজাদ হোসেন হাজারী বলেন, মহিউদ্দিন চৌধুরী দল মত নির্বিশেষে চট্টগ্রাম মাটি ও মানুষের কাছে মৃত্যুর আগ পর্যন্ত পাহাড়াদার ভূমিকায় অবর্তীণ হয়েছিল। বর্ণ্যাড্য দীর্ঘ রাজনীতিক জীবনে মহিউদ্দিন চৌধুরী লোভ লালসার উর্দ্ধে উঠে সর্বস্তরের মানুষের কাছে অবিসংবাদিত নেতা হিসেবে পরিচিতি লাভ করেছিল। তাঁর মত মানবদরদী নেতা চট্টগ্রামে আর হবে কিনা সন্দেহ রয়েছে। এই মানুষটির জন্ম না হলে চট্টগ্রাম বন্দর অনেক আগেই বিদেশীদের হাতে চলে যেতো। বক্তব্য রাখেন চকাএভ এর সহ সভাপতি মো: সাহাব উদ্দীন, মো: জসিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দীন, মো: মাহাবুব, শ্রী অমৃতলাল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য শেখ মহিউদ্দিন বাবু প্রমুখ।
হালিশহর থানা ছাত্রলীগ : সাবেক সফল মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চট্টলবীর আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে হালিশহর থানা ছাত্রলীগে উদ্যোগে হালিশহরস্থ বিডিআর মাঠে এক স্মরণ সভা হালিশহর থানা ছাত্রলীগ নেতা এ.কে. আরিফের সভাপতিত্বে ও ইমরান খান আরভীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এরশাদুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাক্ষ ইসমাইল হোসেন, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ মনছুর চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রবীর গোলাম সামদানী জনি। বক্তব্য রাখেন হালিশহর থানা যুবলীগ নেতা ওমর ফারুক, ছাত্রলীগ নেতা মোহাম্মদ হাবিব, মোঃ শামীম, মোহাম্মদ রুবেল, মোঃ মানিক, গোলাম মোস্তফা রিগান, মাহফুজুর রহমান ফাহিম, এ আর অপু, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মনির হোসেন, মোহাম্মদ শামীম, মোহাম্মদ রাহী, মোহাম্মদ ইমন, নওশাদ আলী, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ শাফায়েত, মোহাম্মদ নাদিম, মো. তানজিল, মোহাম্মদ তুহিন প্রমুখ।
আওয়ামী লীগ কেন্দ্রীয় বাণিজ্য উপ-কমিটি : সাবেক সফল মেয়র, বীর মুক্তিযোদ্ধা, গণমানুষের নেতা চট্টলবীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপ কমিটির উদ্যোগে চশমা হিলস্থ কবরস্থানে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে সংগঠন কার্যালয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বাণিজ্য উপ কমিটির সদস্য শেখ নওশেদ সরওয়ার পিল্টু, আওয়ামী লীগ নেতা মোক্তার আলী, জিয়া হায়দার চৌধুরী, মো. জানে আলম পারভেজ, মো. নজরুল আহমেদ, মো: জাকির হোসেন, মো: সুমন, মো: আরিফ আহমেদ, মো. জসিম, মো. পারভেজ, শাহজাহান পাটোয়ারী, নিজাম উদ্দীন পিন্টু, মো: মনজু, ছাত্রলীগ নেতা রুবেল দে প্রমুখ।
খুলশী থানা আওয়ামী লীগ : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন খুলশী থানা আওয়ামী লীগের উদ্যোগে ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন সমূহের সার্বিক সহযোগিতায় ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হোসেন হিরনের পৃষ্ঠপোষকতা মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৫ ডিসেম্বর বাদ আসর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কোরআন খতম, বিকাল ৪টায় দোয়া মাহফিল, বিকাল ৫.৩০ মিনিটে তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মহানগর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মাসুদ রেজার সঞ্চালনায় প্রয়াত নেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরীর বর্ণাঢ্য কর্মজীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির আহব্বায়ক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরন। এসময় আরো উপস্থিত ছিলেন ৯,১০ ও ১৩ ওয়ার্ডের চসিক কাউন্সিলর আবিদা আজাদ, খুলশী থানা আওয়ামী লীগের সদস্য আলী আশরাফ মজুমদার, মোঃ নওফেল আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মঈন উদ্দীন রূপন, নাদিরা সুলতানা হেলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সমবায় ও কৃষি সম্পাদক হায়দার হোসেন বাদল, দপ্তর সম্পাদক এবিএম আকরামুল, তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মাহমুদুর রহমান মাহমুদ, মোঃ সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী যুবলীগ সদস্য রতন মল্লিক, ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ সামসুদ্দীন, হাসান মুরাদ, মোহাম্মদ আকবর আলী, মোহাম্মদ আলী, খুলশী থানা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি দেলোয়ার হোসেন বাবুল, প্রজন্ম’৭১ পাহাড়তলী ওয়ার্ড শাখার আহব্বায়ক বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সেগুন বাগান তা’লীমুল কোরআন মাদ্রাসার ২০জন হাফেজ কোরআন খতমে অংশগ্রহণ করেন। মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঝাউতলা জামিয়া কোরানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আলী ওসমান ও পাহাড়তলী ডিআরএম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হেলাল উদ্দীন। বিজ্ঞপ্তি