32

শিল্পাচার্য জয়নুল আবেদিন গেছেন তাঁর গ্রামের বাড়ি বেড়াতে। গ্রামের এক মুরুব্বি দেখা করতে এসে জয়নুল আবেদিনকে বললেন, ‘কিরে, তুই নাকি বড় শিল্পী হইছস?’ দে তো আমার ছাতিটায় নাম লেইখা।’
জয়নুল আবেদীন লিখে দিলেন।
এ ঘটনা রাষ্ট্র হয়ে গেল গ্রামময়। ব্যস, গ্রামের প্রায় সবাই যার-যার ছাতা নিয়ে হাজির। শিল্পাচার্য যথেষ্ট ধৈর্যের সঙ্গে প্রায় সবার ছাতাতেই নাম লিখে দিয়েছিলেন সেবার।