৯/১১ হামলার ২০ বছর সন্দেহভাজন ৫ পরিকল্পনাকারীর বিচার এখনও ‘অনেক দূরে’

7

 

নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ভার্জিনিয়ায় মার্কিন সামরিক বাহিনীর সদরদপ্তরে হামলার ২০ বছর পার হলেও এর ছক কষা ও পরে বাস্তবায়নের অভিযোগে গ্রেপ্তার ৫ সন্দেহভাজনের বিচারপূর্ব শুনানিই এখনো শেষ হয়নি। কিউবার গুয়ানতানামো বে’র সুরক্ষিত সামরিক আদালতকক্ষে ৯ বছর ধরে মামলাটি চলছে। কোভিড-১৯ মহামারীর কারণে দেড় বছর পর গত সপ্তাহ থেকে সশরীরে উপস্থিত শুনানির কার্যক্রম ফের শুরু হয়েছে। কিন্তু কবে যে এই পর্ব শেষ হবে, তার সদুত্তর নেই কারও কাছেই।
কর্মকর্তা বদল, আদালতে অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকা কয়েকডজন ইস্যু- এসবের মাঝে ২০ বছর আগের ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলায় নিহত প্রায় তিন হাজার মানুষের পরিবারের সদস্যদের ন্যায়বিচার পাওয়ার আকুতি আটকা পড়ে আছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। ২০২০ সালের ফেব্রুয়ারির পর সশরীরে উপস্থিত শুনানির প্রথম সপ্তাহের বেশিরভাগ সময়ুজুড়ে দুই পক্ষের আইনজীবীরাই মামলার দায়িত্বে আসা সর্বশেষ বিচারকের অভিজ্ঞতা এবং হেফাজতে নির্যাতন ও মৃত্যুদন্ডের সাজাসহ বিভিন্ন বিষয়ে তার জ্ঞান নিয়ে প্রশ্ন করে সময় কাটিয়েছেন। সপ্তাহের শেষ শুনানির দিন শুক্রবার অবশ্য তারা অনিষ্পন্ন একটি বিষয় নিয়ে তর্ক বিতর্কে অংশ নিয়েছেন। ‘ব্ল্যাক সাইটস’ নামে পরিচিত সিআইএর বিভিন্ন গোপন আস্তানায় বন্দিদের আটক ও জিজ্ঞাসাবাদের বিষয়ে আসামিপক্ষের আইনজীবীরা মার্কিন সরকারের কাছ থেকে কী পরিমাণ তথ্য পাবেন, তা নিয়েই আদালতে এই ‘মোশন’ চলছে। যে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এই শুনানি চলছে, তাদের মধ্যে খালিদ শেখ মোহাম্মদও আছেন, যাকে বলা হয় ৯/১১ হামলার ‘মাস্টারমাইন্ড’। সিআইএ-র গোপন আস্তানায় ব্যাপক নির্যাতনের ফলে ৫ সন্দেহভাজনই নানাবিধ স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে অভিযোগ তাদের আইনজীবীদের। বারাক ওবামা প্রশাসনের আমলে, ২০১২ সালে এই ৫ জনকে প্রথম আদালতে তোলা হয়েছিল।