৯ বাসচালককে ২৬ হাজার টাকা জরিমানা

5

নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৯ বাসচালককে ২৬ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল বুধবার নগরীর পলোগ্রাউন্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহারিয়ার মুক্তার।তিনি বলেন, পলোগ্রাউন্ড এলাকায় ২০টি সিএনজিচালিত বাস ও ৩৫টি ডিজেল চালিত বাসে এ অভিযান পরিচালনা করা হয়। এতে দেখা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক চালক অতিরিক্ত ভাড়া আদায় করছে। এছাড়া অনেক যানবাহনের বৈধ কোনো কাগজপত্রই নেই। তাই ৯টি যানবাহানের চালককে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।