৯ প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা

10

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন অপরাধে হোটেলসহ ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাক্মার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নগরীর এ কে খান মোড় হতে অলংকার মোড় পর্যন্ত এলাকায় ফুটপাতের উপর অবৈধভাবে গড়ে ওঠা দোকান-পাট উচ্ছেদ করে সর্বসাধারনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় রাস্তা, ফুটপাত ও নালার জায়গায় দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্নার দায়ে ৬ হোটেল সহ ৯ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, র‌্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।