৯৫ টাকায় জ্বালানি তেল বিক্রি করলেন সন্দ্বীপের শান্ত

44

সন্দ্বীপ প্রতিনিধি:
সারাদেশ আকস্মিক অকটেন, ডিজেল, পেট্রলের দাম বেড়ে গেলেও ব্যাতিক্রম ঘটনা ঘটেছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। ৬ আগস্ট সারাদিন পূর্ব মূল্য ৯৫টাকায় তেল বিক্রি করেছেন সন্দ্বীপের দ্বীপ পেট্রোলিয়ামের নাজিম উদ্দিন শান্ত। নাজিম উদ্দীন শান্ত পূর্বদেশকে বলেন, আমি দ্বীপের মানুষের কথা ভেবে এমন সীদ্ধান্ত নিয়েছে। অন্য ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছে। সেটা তাদের বিষয়। ক্রেতা আসিফুল বলেন, তেলের দাম বৃদ্ধির সাথে সাথে সন্দ্বীপে প্রায় তেলের ব্যবসায়ীরা অসাধু উদ্যেশ্যে দোকান বন্ধ করে ফেলেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, শান্ত অ্যাম্বুলেন্সকে ফুল ট্যাংক পূর্ণ করে দিচ্ছে লিটার প্রতি ৯৫টাকায়। এবং সাধারণ মানুষদের ২লিটার করে গাড়ি প্রতি তেল বিক্রি করেছে। শান্তর মানবিকতায় প্রশংসা করেন, দ্বীপের সুশিল সমাজের ব্যক্তিবর্গ এদিকে, সন্দ্বীপ  উপজেলা প্রশাসন পূর্বের মজুদ করা তেল ৯৫টাকা দামে বিক্রি করতে নির্দেশ দেন তেল ব্যবসায়ীদের। তবে দ্বীপের কিছু অসাধু ব্যবসায়ীরা সকাল থেকে দোকান বন্ধ করে রাখেন।