৮ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

6

নিজস্ব প্রতিবেদক

হালিশহর ও বন্দর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আটটি প্রতিষ্ঠানকে এক লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সকালে এ অভিযান চালানো হয়। এসময় তেলের বোতলের এমআরপি ঘষামাজা করে বেশি দামে বিক্রি, মূল্য তালিকা না রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালিত অভিযানে বাজারগুলোতে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়। এমনকি সয়াবিন তেলের বোতলের গায়ে থাকা এমআরপি ঘষামাজা করে বেশি দামে বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে বিভিন্ন অপরাধে আট প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।