৮০ থ্রি হুইলার সিএনজি ট্যাক্সি জব্দ

3

সীতাকুন্ড প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ও সিএনজি চালিত ট্যাক্সি বন্ধে সরকারের নির্দেশনা থাকলেও হঠাৎ এসব যান চলাচল বেড়ে গেছে। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এসব যান চলছে হরদম। এসব যান বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে সীতাকুন্ডের কুমিরা হাইওয়ে পুলিশ।
গতকাল মঙ্গলবার মহাসড়কের নিজামপুর, বড়দারোগার হাট, টেরিয়াইল, ছোটদারোগার হাট, সীতাকুন্ড বাইপাসসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮০টি সিএনজি ট্যাক্সি ও ব্যাটারি চালিত থ্রি হুইলার গাড়ি জব্দ করা হয়। এরপর প্রতিটি গাড়ির বিরুদ্ধে মামলা করে হাইওয়ে পুলিশ।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা মহাসড়কে নিষিদ্ধ যানবাহন আটকের অভিযান পরিচালনা করাছ। গত ১ নভেম্বর থেকে এ অভিযান শুরু হয়। মহাসড়কে সিএনজি, ইজিবাইক, নসিমন, ভটভটিসহ কোনো থ্রি হুইলার চলাচল করতে দেওয়া হবে না। এ পর্যন্ত আমরা ৮০টি গাড়ি জব্দ করেছি। এই অভিযান চলমান থাকবে।