৭৫ কর্মকর্তাকে ট্রান্সকম ফুডস লিমিটেড এর বাইক হস্তান্তর

20

বাংলাদেশে কেএফসি এবং পিৎজা হাট ব্র্যান্ডের অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি, ট্রান্সকম ফুডস লিমিটেড, স¤প্রতি গুলশান-১ এ অবস্থিত তাদের অফিসে এক বাইক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশের বৃহত্তম রেস্টুরেন্ট কোম্পানি ট্রান্সকম ফুডস লিমিটেড এর বর্তমানে ৫৩টি রেস্টুরেন্ট চালু আছে। ট্রান্সকম ফুডস লিমিটেড তাদের টিম মেম্বারদের আস্থা, একনিষ্ঠতা ও কঠোর পরিশ্রমের জন্য প্রশংসার নিদর্শন হিসেবে রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার এবং অপারেশন লিডারদের ৭৫টি মোটরসাইকেল এবং স্কুটার উপহার দিয়েছে। বাইক হস্তান্তর অনুষ্ঠানে ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, দৃঢ় ও সংকল্পবদ্ধ হয়ে আমাদের ব্র্যান্ডগুলোকে সফল করে তোলার জন্য আমরা আমাদের টিম মেম্বারদের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ২০২০ সালের পর কোভিড-১৯ মহামারী থেকে শুরু করে মুদ্রাস্ফীতি, আমদানি সীমিতকরণ সহ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করার পাশাপাশি আমাদের টিম মেম্বাররা রেস্টুরেন্ট কার্যক্রমকে চালিয়ে নিয়ে গিয়েছে সঠিকভাবে যা কেএফসি এবং পিৎজা হাট ব্র্যান্ডকে আরও প্রসারিত করেছে।
সারাদেশে ৩১টি কেএফসি আউটলেট এবং ২২টি পিৎজা হাট আউটলেট থাকার কারণে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে ট্রান্সকম ফুডস লিমিটেড এর রয়েছে বিস্তর পরিধি এবং বিশাল জনবল। অন্তর্ভুক্তি, সমতা এবং পারিবারিক মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি প্রতিবছর ক্রমাগত আউটলেটের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে ট্রান্সকম ফুডস লিমিটেড ‘বিশ্বের সেরা প্যান পিৎজা’ এবং ‘ফিঙ্গার লিকিং গুড’ ফ্রাইড চিকেনের প্রতি ভালোবাসা বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। বিজ্ঞপ্তি