৭৪ সেঞ্চুরির মাধ্যমে শচীনের দুই রেকর্ড ভাঙলেন কোহলি

11

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারের দুটি রেকর্ড একদিনেই ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি। ওয়ানডেতে পেয়েছেন ৪৬তম শতক, যা দিয়ে একই প্রতিপক্ষের বিপক্ষে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড গড়েছেন, সঙ্গে টপকে গেছেন ঘরের মাটিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও। স্বদেশি কিংবদন্তির ১০০ সেঞ্চুরি থেকে এখনও অনেকদূরে কোহলি। উঁচু সেই পথে ছুটে ৭৪তম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন রোববার। একদিনের ক্রিকেটে ৪৬টি সেঞ্চুরি হল কোহলির। মাস্টার বøাস্টার শচীনের রেকর্ড ৪৯ শতক টপকানোর খুব কাছে তিনি। টেস্টে ২৭টি ও টি-টুয়েন্টিতে একবার তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন কোহলি।
ওয়ানডেতে দেশের মাটিতে সর্বোচ্চ ২০টি সেঞ্চুরি আছে শচীনের। সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন কোহলি, তার হল ২১টি শতক। একদিনের ক্রিকেটে দুই প্রতিপক্ষের বিপক্ষে ৯টি করে শতকের নজির গড়েছিলেন প্রথম ম্যাচে। কোহলি এবার ছাড়িয়ে গেলেন নিজেকেও। একক প্রতিপক্ষের ১০ সেঞ্চুরি করে ফেললেন। শ্রীলঙ্কার বিপক্ষে শচীনের ৮টি শতক আছে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯বার সেঞ্চুরি করেছিলেন শচীন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৯ শতক আছে কোহলির।