৭৩ কোটি ডলারে লাস ভেগাসে বন্দুক হামলায় আক্রান্তদের সঙ্গে সমঝোতা

15

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বন্দুক হামলায় আক্রান্তদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে এমজিএম রিসোর্ট। এজন্য এই চেইন কোম্পানিটিকে ৭৩ কোটি ৫০ লাখ থেকে শুরু করে আশি কোটি ডলার পর্যন্ত পরিশোধ করতে হবে। এই কোম্পানির মালিকানাধীন মান্দালয় বে হোটেলে ২০১৭ সালে এক বন্দুকধারীর হামলায় ৫৯ জন নিহত ও শত শত মানুষ আহত হয়। সমঝোতায় পৌঁছানোর আগে হামলায় আক্রান্তদের ক্ষতিপূরণের দাবি বাতিল করতে একটি মামলা দায়ের করে কোম্পানিটি। তবে বৃহস্পতিবার সমঝোতায় পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন আক্রান্তদের আইনজীবী ও কোম্পানিটির চেয়ারম্যান। এই সমঝোতার মাধ্যমে কেবলমাত্র হামলাকারীকে বন্দুক ও গোলাবারুদ মজুদ করতে দেওয়ার অবহেলার দায় থেকে মুক্তি পাবে এমজিএম।২০১৭ সালের ১ অক্টোবর লাস ভেগাস শহরের মান্দালয় বে হোটেলে একটি সংগীত উৎসব চলছিল। রাত সাড়ে ১০টার দিকে হোটেলের ৩৩ তলায় নিজের কক্ষ থেকে কনসার্ট লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় স্টিফেন প্যাডক নামে এক ব্যক্তি। ওই হামলায় নিহত হয় অন্তত ৫৯ জন এবং আহত হয় কমপক্ষে ৫২৭ জন। পরে আত্মহত্যা করে প্যাডক।