৬ রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে সুদানের সেনাবাহিনী

7

 

সুদানের ক্ষমতাসীন সেনাবাহিনী দেশটির ছয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে। একই সঙ্গে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিপীড়ন জোরালো করেছে নিরাপত্তা বাহিনী। দেশটিতে সংগঠিত সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিশ্ব জুড়ে নিন্দা অব্যাহত থাকলেও এসব পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী।
বুধবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে ছয় রাষ্ট্রদূতকে বরখাস্তের ঘোষণা প্রচার করা হয়। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, ইউরোপীয়ান ইউনিয়ন, চীন, কাতার, ফ্রান্সে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত। এছাড়া সুইজারল্যান্ডের জেনেভা মিশনের প্রধানকেও বরখাস্ত করেছে সুদানের সেনাবাহিনী। এসব রাষ্ট্রদূত সামরিক অভ্যুত্থানের নিন্দা জানান।